আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্জাইজির নাম ‌‘গুজরাট টাইটানস’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আইপিএলে আহমেদাবাদ ফ্র্যাঞ্জাইজির নাম ‌‘গুজরাট টাইটানস’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে যুক্ত হয়েছে দুইটি নতুন ফ্রাঞ্চাইজি। আহমেদাবাদ এবং লাক্ষ্ণৌ শহরের নামে দুইটি ফ্রাঞ্চাইজি বিক্রি করেছিল দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। লাক্ষ্ণৌ তাদের শহরের নাম দিয়েই দলে নামকরণ করলেও রাজ্যের নামে নিজেদের দলের নামকরণ করেছে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজি।

ভারতের গুজরাট রাজ্যের একটি শহর আহমেদাবাদ। এ শহরকে কেন্দ্র করেই ফ্রাঞ্চাইজি বিক্রি করেছিল বিসিসিআই। দলটি কিনে নিয়েছিল বিশ্বের অন্যতম বড় ইক্যুইটি প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিটালস।

নানা কাঠ খড় পুড়িয়ে অবশেষে নিজেদের ফ্রাঞ্চাইজি বুঝে পেয়েছে সিভিসি ক্যাপিটালস। দায়িত্ব বুঝে পেয়েই নিজেদের দলের নাম প্রকাশ করেছে আহমেদাবাদ কর্তৃপক্ষ।

দলটি নিজেদের নামে শহর নয় বরং পুরো রাজ্যের নামই নিয়ে এসেছে। গুজরাটের ক্রিকেটীয় ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দলটির মালিক পক্ষের প্রতিনিধি।

নিলামের আগে তিনজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিল দলটি। এ সুযোগে দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিলকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়াও বিদেশি ক্যাটাগরিতে খেলবেন আফগান লেগ স্পিনার রশিদ খান।

দলটির কোচিং প্যানেলেও রয়েছে তারার মেলা। হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক পেসার আশিস নেহেরা। গুজরাট টাইটানসের পরামর্শক এবং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেন।

গুজরাট টাইটানসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে থাকবেন ভারতের সাবেক ব্যাটার বিক্রম সোলাঙ্কি। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হার্দিক পান্ডিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

২০১৯ আইপিএলে ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ : মোহাম্মদ সিরাজ

২০১৯ আইপিএলে ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ : মোহাম্মদ সিরাজ

অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

অস্ট্রেলিয়া বিশ্বকাপ: মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান লড়াইয়ের টিকিট

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

বাংলাদেশে জনপ্রিয় ‘পাঁচ’ বিদেশি ক্রিকেটার

রাজ বাওয়া : পারিবারিক ঐতিহ্যের বাহক

রাজ বাওয়া : পারিবারিক ঐতিহ্যের বাহক