যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
যন্ত্রপাতি পড়ে আছে মিরপুরে, লোক সঙ্কটে চালু হয়নি ডিআরএস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন জানানো হয়েছিল প্লে অফে থাকবে ডিআরএস। তবে সেই ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলে না থাকলেও ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বিপিএলের আগে হাজার চেষ্টা করেও ডিআরএস আনতে পারেনি বিসিবি। তখনই আফগানিস্তান সিরিজে ডিআরএস নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। মাঝে জানানো হয়েছিল চলমান বিপিএলেই ডিআরএসে দেখা মিলবে। তবে সে আশা গুড়ে বালি, বিপিএলে থাকছে না ডিআরএস।

ডিআরএসের যন্ত্রপাতি ঢাকায় আসলেও এখনও পৌঁছাতে পারেনি লোকজন। এ কারণেই বিপিএলের প্লে অফে ডিআরএসের দেখা মিলবে না। এ বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর আহমেদ টিটু।

বলেন, ‘ইকুইপমেন্টগুলো চলে এসেছে। ডিআরএস পরিচালনার জন্য যে যে ইকুইপমেন্ট দরকার সেগুলো অলরেডি বাংলাদেশে চলে এসেছে । কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সেই ইকুইপমেন্ট গুলো পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি।’

তবে আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা আসতে পারছে না তবে আমরা আশা করেছিলাম বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো পাবো। সেটা মনে হয় হচ্ছে না তবে আফগানিস্তান টুরে ডিআরএস থাকবে এটা কনফার্ম করা হয়েছে। বিপিএলে মনে হয় আর ডি আর এস ইম্প্লেমেন্টস করা সম্ভব হচ্ছে না।’

এছাড়াও বিপিএলে দর্শক ফেরানোর অনুমতি দিয়েছে বিসিবি। এরই ধারাবাহিকতায় আফগানিস্তান সিরিজেও দর্শক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর আহমেদ টিটু। বলেন, ‘ বিপিএল দিয়ে দর্শকদের আসার একটা সম্ভাবনা তৈরী হয়েছে আমরা আশা করছি। আফগানিস্তানের খেলা শুরু হতে হতে আরো কিছুদিন পর তখন হয়ত আরেকটু শিথিলতা যদি চলে আসে, সেই সময় সিদ্ধান্ত অনুযায়ী সেটা ইম্প্লেমেন্ট হবে।’

বিপিএলের সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে আফগানিস্তান সিরিজে দর্শকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজের দর্শককে সংখ্যা বাড়বে কারণে দর্শক না থাকলে মাঠে প্রাণ থাকেনা। চাই যে দর্শকরা যেন আসতে পারো কিন্তু সরকারের বিধি নিষেধ সেটাই ব্যবস্থা করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল সংশোধন করলেন মৃত্যুঞ্জয়

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুল সংশোধন করলেন মৃত্যুঞ্জয়

দিল্লিতে মোস্তাফিজের সঙ্গী চেতন সাকারিয়া

দিল্লিতে মোস্তাফিজের সঙ্গী চেতন সাকারিয়া

আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

আফগানিস্তান সিরিজের জন্য প্রস্তুত তাসকিন

আইপিএলে সাকিবকে কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি

আইপিএলে সাকিবকে কিনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি