টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
টাকা না দেওয়ার অভিযোগ তুলে পিএসএল ছাড়লেন জেমস ফকনার

পাকিস্তান ক্রিকেট এবং বিতর্ক যেন একে অন্যের পরিপূরক। এবার নতুন বিতর্কের জন্ম দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির বিরুদ্ধে টাকা না দেয়া এবং মিথ্যাচারের অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনার।

জানা যায়, পিএসএলের পুরো আসরের জন্যই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। কিন্তু পাওনা নিয়ে ঝামেলার কারণে টুর্নামেন্ট শেষ না করেই দেশের বিমান ধরেছেন তিনি।

এতোদিন কারণ জানা না গেলেও এবার বোমা ফাটালেন ফকনার নিজেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি। জানিয়েছেন, পারিশ্রমিকের বিষয়ে ক্রমাগত মিথ্যাচার করে গেছে পিসিবি। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি বলে অভিযোগ এনেছেন অজি অলরাউন্ডার।

পিসিবির মিথ্যাচার নিয়ে পাকিস্তান ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিবৃতি দিয়েছিলেন ফকনার। তিনি লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তির সঠিক পারিশ্রমিক দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তান এসেছিলাম পুরো আসর খেলতে। কিন্তু তারা ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও তাদেরকে ক্রিকেট ফেরাতে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবি আমাকে অপমানই করেছে। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পেরেছেন।’

ফকনারের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শনিবার (১৯ ফেব্রুয়ারি) টুইটারে এক বিবৃতিতে পিসিবি লিখেছে, ‘পিসিবি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরস জেমস ফকনারের মিথ্যা ও অসঙ্গতিপূর্ণ অভিযোগের বিষয়ে নজরে নিয়েছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবৃতি প্রকাশ করা হবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

পাকিস্তান সিরিজেই অজিদের হয়ে নামবেন টিম ডেভিড!

পাকিস্তান সিরিজেই অজিদের হয়ে নামবেন টিম ডেভিড!

শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

পিএসএল থেকে সরে দাঁড়ালেন আলেক্স হেলস

পিএসএল থেকে সরে দাঁড়ালেন আলেক্স হেলস