এখনই ক্যারিয়ারের শেষ চান না অ্যান্ডারসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
এখনই ক্যারিয়ারের শেষ চান না অ্যান্ডারসন

অ্যাশেজ ব্যর্থতার পর ইংল্যান্ড দলের পরবর্তী মিশন ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। দলে জায়গা না পেলেও এখনই এ পেসার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখতে চান না।

বয়সের ভারে ক্যারিয়ারের অন্তিম সময় চলে এলেও এখনও দেশকে অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন জেমস অ্যান্ডারসন। ইংলিশদের হয়ে টেস্ট ক্রিকেটে ৬৪০ উইকেট নেওয়া এ পেসারও এখনও দেশকে দিতে চান সার্ভিস।

তিনি বলেন, ‘দুই সপ্তাহ খুব বাজে কেটেছে। এটা দুঃখজনক যে আমি ক্যারিবিয়ান সফরে যেতে পারছি না। আমি প্রার্থনা করছি, এখনই যেন আমার ক্যারিয়ার শেষ না হয়।’

বয়সের কোটা ৩৫ পার হলেও এখনও নিজেদের পুরাতন সেই ঝলক দেখাচ্ছেন অ্যান্ডারসন। ৩৫তম জন্মদিনের পর থেকে ৪৪ টেস্টে ২১ দশমিক ৭২ গড়ে শিকার করেছেন ১৬০ উইকেট। যেখানে তার পুরো ক্যারিয়ারে বোলিং গড় ২৩ দশমিক ৩৭।

৩৯ বছর বয়সী অ্যান্ডারসন জানান, বয়স ৩৫ পার হওয়ার পর থেকে বেড়েছে তার বোলিংয়ের ধার। রেকর্ডও অবশ্য তার পক্ষেই কথা বলছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘বয়স ৩৫ পার হওয়ার পর থেকেই দারুণ খেলছি। আমার মনে হয় না সবকিছু শেষ হয়ে গেছে। আমি আরও খেলতে চাই।’

এখনও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন বলে বিশ্বাস করেন এই পেসার। নিজেকে প্রমাণ করার জন্য আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপকে বেঁছে নিয়েছেন। সেখানেই পারফর্ম করেই এই পেসার আবারও জাতীয় দলে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট  দলে নতুন মুখ অ্যান্ডারসন ফিলিপ

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট  দলে নতুন মুখ অ্যান্ডারসন ফিলিপ

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

ইংলিশদের আইপিএল নয়, কাউন্টি খেলার পরামর্শ আর্থারের 

এখনই অ্যান্ডারসন-ব্রডের ক্যারিয়ারের শেষ দেখছেন না স্ট্রাউস 

এখনই অ্যান্ডারসন-ব্রডের ক্যারিয়ারের শেষ দেখছেন না স্ট্রাউস 

ইংলিশদের অন্তবর্তীকালীন কোচ কলিংউড

ইংলিশদের অন্তবর্তীকালীন কোচ কলিংউড