পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০১ মার্চ ২০২২
পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া। যদিও সফরে অজিদের নিরাপত্তা নিয়ে কিছুটা ‘যদি-কিন্তু’ থেকেই গিয়েছিল। তবে পাকিস্তানের মাটিতে পা রাখার পর সব শঙ্কা উবে যায় অজিদের। অজি অধিনায়ক প্যাট কামিন্স পাকিস্তানকে ‘অবিশ্বাস্য নিরাপদ’ বলে প্রশংসা করেছিলেন।

তবে এর মাঝেই নতুন বিপদ হয়ে দেখা দিয়েছে স্পিনিং অলরাউন্ডার অ্যাস্টন আগারকে ‘মৃত্যুর হুমকি’। আগারকে হুমকি দেয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন তার স্ত্রী। আগার পাকিস্তানে পা দেয়ার পরপরই তার স্ত্রী মেডিলিনের কাছে অজ্ঞাত কেউ একজন মৃত্যুর হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে।

খবরটি নিশ্চিত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং সরকারী গোয়েন্দা সংস্থাগুলো একসাথে তদন্তে নেমেছে। তবে এই হুমকি মোটেও মারাত্মক কিছু নয় বলে নিশ্চিত করেছে সরকারি নিরাপত্তা সংস্থা। তদন্ত শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডও এক বিবৃতিতে দিয়েছে।

পিসিবির ধারণা এই হুমকি ভারত থেকে পাঠানো হয়েছে।। তবে চিন্তার কিছু নেই। পিসিবির ভাষ্য, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে বেশ সচেতন। যা পিসিবি, সিএ এবং সম্মিলিত সরকারি নিরাপত্তা সংস্থাগুলো দ্বারা তদন্ত করা হয়েছে। এই ধরণের সামাজিক মিডিয়া কার্যকলাপ ঝুঁকি হিসাবে বিবেচিত হয় না।’

অস্ট্রেলিয়ার দুইটি শীর্ষ দৈনিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আগারের স্ত্রীকে পাঠানো হুমকটি প্রকাশ করেছে। হুমকিতে লেখা ছিল, ‘এটি আপনার স্বামী অ্যাস্টন অ্যাগারের জন্য একটি সতর্কবার্তা। যদি তিনি পাকিস্তানের সফরে আসেন। তবে জীবিত ফিরে যাবেন না।’

তিন ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে এবং এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে পাকিস্তান পৌছে গেছে অস্ট্রেলিয়া। বুধবার (২ মার্চ) পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা অনুশীলন শুরু করবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ের রেকর্ড গড়লো পিএসএল

আয়ের রেকর্ড গড়লো পিএসএল

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

নিজের জন্মভূমিতে খেলা বিশেষ কিছু : উসমান খাজা

সত্যি হলো ইমরান খানের ভবিষ্যৎবাণী

সত্যি হলো ইমরান খানের ভবিষ্যৎবাণী

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, বিশ্ব ক্রিকেটে ‘গুরুত্বপূর্ণ’ বার্তা