রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৩ মার্চ ২০২২
রিজওয়ানের 'বড় ভক্ত' ইংলিশ অধিনায়ক

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তার ব্যাটিংয়ের জন্য সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। তারচেয়েও বেশি জনপ্রিয় মানুষ হিসাবে। এবার জানা গেলো, ইংল্যান্ড নারী দলের অধিনায়লক হিদার নাইটও এই ক্রিকেটারের একজন ‘বড় ভক্ত’।

বর্তমানে ইংল্যান্ড নারী দল বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করেছে। বিশ্বকাপ উপলক্ষ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) টুইটারে থেকে একটি ‘প্রশ্ন-উত্তর’ পর্ব আয়োজন করে। সেখানেই হিদার নাইটকে প্রশ্ন করে অনেক ভক্ত।

ফয়সাল হাবিব খট্টক নামের একজন ভক্তও নাইটকে প্রশ্ন করেন। তবে সেটা বিশ্বকাপ সংক্রান্ত কোনো প্রশ্ন ছিল না। হাবিব জানতে চেয়েছিলেন সদ্য শেষ হওয়া পিএসএলের কোন দলটিকে সবচেয়ে বেশি পছন্দ করেন ইংলিশ অধিনায়ক।

ঐ ভক্তের প্রশ্নের জবাবে নাইট বলেছিলেন যে, তিনি মুলতান সুলতানকে সবচেয়ে বেশি পছন্দ করেন এবং মোহাম্মদ রিজওয়ানের একজন ‘বড় ভক্ত’। যদিও রিজওয়ানের দল এবার পিএসএলের শিরোপা জিততে পারেনি, তবে সবার মন জয় করেছে নিয়েছে।

২০২১ সালটা দুর্দান্ত কেটেছে রিজওয়ানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনাল অবধি। রানের ফোয়ারা ছুটিয়েছেন ব্যাট হাতে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সদ্য সমাপ্ত সপ্তম আসরেও দলকে ফাইনালে নিয়ে গেছেন এই ব্যাটার।

এবারের আসরে তার নেতৃত্বে গ্রুপ পর্বে ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতেছিল মুলতান। ১২ ম্যাচে ১২৬ দশমিক ৬৮ স্ট্রাইক রেটে ৫৪৬ রান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন রিজওয়ান। উইকেটের পিছনেও ছিলেন দুর্দান্ত। ১২ ম্যাচে ৯টি ডিসমিসাল করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে 'করোনা আক্রান্ত' অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক

পাকিস্তান সফরে 'করোনা আক্রান্ত' অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

নারী বিশ্বকাপের ‘পাঁচ তারকা’

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

ছয় ম্যাচের জন্য ইংলিশ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হাসান আলী

পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’

পাকিস্তান সফরে থাকা অ্যাস্টন অ্যাগারকে ‘হত্যার হুমকি’