জাদেজাকে ব্যাটিংয়ে আরও সুযোগ দিতে চান রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৭ মার্চ ২০২২
জাদেজাকে ব্যাটিংয়ে আরও সুযোগ দিতে চান রোহিত শর্মা

মোহালিতে প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ২২২ রানের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ভারতের এই জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তবে তিনি রবীন্দ্র জাদেজা। ব্যাট ও বল হাতে একাই ধ্বসিয়ে দিয়েছেন লঙ্কানদের। ম্যাচশেষে জাদেজার প্রশংসা ঝরে পড়লো অধিনায়ক রোহিত শর্মার কন্ঠেও।

ভারতের অধিনায়ক জাদেজাকে স্বীকৃতি দিয়েছেন বিশ্বের শীর্ষ অলরাউন্ডারদের একজন হিসাবে। রোহিত আরও জানিয়েছেন, এখন থেকে জাদেজাকে আরও বেশি ব্যাটিং করার সুযোগ দিতে চান তিনি।

মোহালিতে ভারতের জয়ের পর রোহিত বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি জাদেজাকে ব্যাট হাতে অনেক বেশি ব্যবহার করতে চাই। আমরা সবাই তার বোলিং ফিল্ডিং সম্পর্কে খুব ভালো করেই জানি।’

ভারতের সাদা পোশাকের অধিনায়ক আরও বলেন, ‘আমার কাছে সে অবশ্যই শীর্ষস্থানীয় অলরাউন্ডারদের একজন। তার পারফরম্যান্সের দিকে তাকান। ১৭৫ রানে অপরাজিত থাকা এবং নয় উইকেট নেওয়া সহজ নয়। সে দিনদিন উন্নতি করছে। অতীতেও সে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ন সময়ে দারুণ অবদান রেখেছে।’

রোহিত আরও বলেন, ‘সে প্রতিবার তার খেলায় অনেক কিছু যোগ করে । সে রান ও উইকেটের জন্য খুব ক্ষুধার্ত থাকে। এই ক্ষুধা এমন একটা জিনিস যা ক্রীড়াবিদদের এগিয়ে যেতে সাহায্য করে। আমি জাদেজার মধ্যে সেটা স্পষ্ট দেখতে পাই। সে সাফল্যের জন্য, রানের জন্য, দলের জন্য ভালো করতে বেশ ক্ষুধার্ত।’

রোহিতের কথামতোই জাদেজা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে উপরের দিকে সুযোগ পেয়েছিলেন। ৫ নম্বরে ব্যাট করে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেধে ম্যাচজয়ী দারুণ এক ইনিংস খেলেছিলেন ‘জাদ্দু’।

সেটা মনে করিয়ে দিয়ে রোহিত বলেন, ‘সে খুব খোলা মনের। সে দায়িত্ব নিতে চায়, চ্যালেঞ্জ নিতে চায়। উদাহরণ হিসাবে ধরা যাক শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আমার প্রশ্নের জবাবে সে বলেছিল যে উপরে ব্যাট করতে চায়। আমরাও তাই তাকে প্রথম টি-টোয়েন্টিতে উপরে যেতে বলেছিলাম।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মোহালি টেস্টে জাদেজার রেকর্ড

মোহালি টেস্টে জাদেজার রেকর্ড

জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসে `রান পাহাড়ে' ভারত

জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসে `রান পাহাড়ে' ভারত

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার

আমার মনোযোগই আমার শক্তির জায়গা : শ্রেয়াস আইয়ার