অন্যদের আগ্রহ বাড়াতে লাল বলের চুক্তিতে জয়-রাব্বি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ১১ মার্চ ২০২২
অন্যদের আগ্রহ বাড়াতে লাল বলের চুক্তিতে জয়-রাব্বি

টেস্ট ক্রিকেটে তরুণদের আগ্রহ নেই, মাঝে মাঝেই শোনা যায় এই কথা। তরুণদের আগ্রহ বাড়াতে তাই নির্বাচকরা নিয়েছেন উদ্যোগ। মাত্র দুই ম্যাচ খেলা মাহমুদুল হাসান জয় আর তিন টেস্ট খেলা ইয়াসির আলি রাব্বিকে কেন্দ্রীয় চুক্তিতে এনে তরুণদের টেস্ট খেলায় আগ্রহ বাড়াতে চান।

টেস্ট স্ট্যাস্টাস পাওয়া দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পায়ের নিচে শক্ত ভিত খুঁজে পায়নি বাংলাদেশ। এর পিছনে মূল কারণে ঘরোয়া প্রথম শ্রেণীর কাঠামো ঠিক না থাকা আর ক্রিকেটারদের টেস্ট না খেলার মানসিকতা।

তাই তো ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটে মনযোগী করে তুলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে টেস্ট ফরম্যাটে অন্তর্ভূক্ত করা হয়েছে তরুণ দুই ক্রিকেটারকে।

শুক্রবার (১১ মার্চ) নতুন চুক্তিতে জয় এবং রাব্বিকে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘জয়ের পাশাপাশি রাব্বিকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। লাল বলে। টেস্ট ক্রিকেটে আমাদের গুরুত্বটা বেশি। এই কারণে কিছু তরুণ ক্রিকেটারকে লাল বলে সুযোগ দেওয়া হয়েছে। যাতে অন্যদের লাল বলে খেলার আগ্রহটা বাড়ে।’

লাল বলের চুক্তিতে মাহমুদুল হাসান জয় এবং ইয়াসির আলি চৌধুরি রাব্বি নতুন করে অন্তর্ভূক্ত করা হলেও বাদ পড়েছেন সাইফ হাসান এবং পেসার আবু জায়েদ রাহি। তাদের বদলি হিসেবেই টেস্ট ফরম্যাটের চুক্তিতে জায়গা পেয়েছেন এই দুই ক্রিকেটার।

জাতীয় দলের নিয়মিত থাকা সত্ত্বেও কেন্দ্রীয় চুক্তি হারানো আবু জায়েদ রাহিকে নিয়ে প্রধান নির্বাচকের ভাষ্য, ‘মাঝখানে কিছুদিন ও (আবু জায়েদ রাহি) রেগুলার হতে পারছিল না। তাই এই এক বছর ওকে বাইরে রেখেছি। তারপর ও যদি রেগুলার হয়ে যায় তাহলে আবার রাখা হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ ইয়াসির রাব্বি-জয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ ইয়াসির রাব্বি-জয়

সাকিবকে তিন ফরম্যাটে রাখার কারণ জানালেন নির্বাচকরা

সাকিবকে তিন ফরম্যাটে রাখার কারণ জানালেন নির্বাচকরা

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে নাসুম আহমেদ

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সেরা দশে নাসুম আহমেদ