পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৬ মার্চ ২০২২
পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ইতিহাস বেশ পুরনো। লিবিয়ার সাবেক রাষ্ট্রপতি মুহাম্মার গাদ্দাফির সম্মানে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। এবার সেই ইতিহাসের একটা অংশে হাত দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাল্টে যাচ্ছে গাদ্দাফি স্টেডিয়ামের নাম।

শুরুতে গাদ্দাফি স্টেডিয়ামের নাম ছিল লাহোর স্টেডিয়াম। ১৯৫৯ সালের নির্মাণকালে এই নামেই যাত্রা শুরু করেছিল স্টেডিয়ামটি। ১৯৭৪ সালে ইসলামিক কনফারেন্সে অংশ নিতে গাদ্দাফি লাহোরে আসলে তার সম্মানে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করেন পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো।

তবে নতুন করে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করার ক্ষেত্রে এবার আর কোনো রাজনৈতিক কারণ কাজ করছে না। আর্থিকভাবে লাভবান হতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমনটাই জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

ভারতের খেলাধুলা বিষয়ক এক গণমাধ্যমকে ব্যাপারটা নিশ্চিত করে রমিজ জানান, বোর্ড এই ব্যাপারে স্পন্সরদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে যারা সর্বোচ্চ বিড করতে পারবে তারাই স্টেডিয়ামটির নাম পরিবর্তনের অধিকার পাবে। জুড়ে দিতে পারবে নিজেদের নাম।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমাদের স্টেডিয়ামের ব্র্যান্ড মূল্য এবং স্পনসরশিপ চুক্তির মূল্য কত হতে পারে তা অনুমান করার জন্য আমরা YouGov - এর (যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা রিসার্চ প্রতিষ্ঠান) সাহায্য নিয়েছি।’

রমিজ আরও জানিয়েছেন, গাদ্দাফি স্টেডিয়ামের জন্য একবার স্পন্সররা লাইনে দাঁড়িয়ে গেলে করাচির ন্যাশনাল স্টেডিয়াম (এনএসকে) এবং দেশের অন্যান্য বড় স্টেডিয়ামগুলোর নামও পরিবর্তন করা হবে।

তিনি বলেন, ‘এটা শুধু গাদ্দাফি স্টেডিয়ামের ক্ষেত্রেই নয়। এনএসকে এবং অন্যান্যদের ক্ষেত্রেও। আমরা কিছুক্ষণ ধরে এটির জন্য কাজ করছি। স্পন্সরদের কাছ থেকেও সন্তোষজনক সাড়া পাচ্ছি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান

শাহীন আফ্রিদির মহানুভবতা, বাড়ি পাচ্ছেন জামান খান

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

সৌরভের সাথে বৈঠকে আগ্রহী রমিজ রাজা

সৌরভের সাথে বৈঠকে আগ্রহী রমিজ রাজা

আরও দুই বছর খেলে যেতে চান ‘সুপার ফিট’ শোয়েব

আরও দুই বছর খেলে যেতে চান ‘সুপার ফিট’ শোয়েব