শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ১৬ মার্চ ২০২২
শাহীন আফ্রিদির দুর্দান্ত নেতৃত্বের দক্ষতা রয়েছে : হাফিজ

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ মনে করেন, নেতা হিসেবে শাহীন আফ্রিদির ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। তার নেতৃত্ব দেয়ার দুর্দান্ত ক্ষমতা রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ‘প্রফেসর’ খ্যাত এই ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগে সপ্তম আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন হাফিজ। এই দলটার নেতৃত্ব ছিলেন তরুণ শাহীন আফ্রিদি। শাহীনের অধীনে খেলা হাফিজ তার নেতৃত্বগুণে মুগ্ধ হয়েছেন। হাফিজের মতে, একজন তরুণ হিসাবে শাহীন সবকিছু ঠিকভাবেই পরিচালনা করেছেন ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৫ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাফিজ বলেন, ‘অবশ্যই একজন অধিনায়ক হিসাবে লিগ জয় এবং চ্যাম্পিয়ন হওয়া তার (শাহীন) জন্য বিশেষ কিছু। এটা ভালো শুরু বলা যায়।’

পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলছেন আফ্রিদি। আগামী মৌসুমে ইংলিশ কাউন্টির দল মিডলসেক্সের হয়েও খেলবেন। তাই একজন পেসার হিসাবে বেশ ধকল যাবে শাহীনের উপর দিয়ে। এটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন হাফিজ।

হাফিজ বলেন, ‘তাকে তার ফিটনেস সম্পর্কে একটু বেশি ভাবতে হবে। সে প্রতিটি ম্যাচই খেলছে। এভাবে প্রতিটি ম্যাচ, লীগ এবং কাউন্টি একনাগাড়ে খেলা উচিত নয়। কারণ এটি তাকে ভেঙে দিতে পারে। আমি তার মঙ্গল কামনা করি।’

চলতি বছরেই সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাফিজ। তবে ঘরোয়া ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন। এখনো তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা বা কোচিং নিয়ে খুব বেশি ভাবেননি।

‘সত্যি বলতে, আমি নিজেকে আরও কিছুটা সময় দিচ্ছি ভাবার জন্য। আমি এমন নই যে শুধু কিছু পেলেই ছুটে যাবো। আমি প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করবো। আমি যদি ভবিষ্যতে আমার দেশের সেবা করার জন্য কোনো ভূমিকায় কিছু করতে পারি, অবশ্যই সেটা বেছে নিবো।’ – হাফিজ যোগ করেন।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ হাফিজ। এ সময় পাকিস্তানের জার্সিতে ১২৭৮০ রানের পাশাপাশি বল হাতে ২৫৩ উইকেট শিকার করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

করাচিতে অজিদের বিপক্ষে পাকিস্তানের কঠিন প্রতিরোধ

করাচিতে অজিদের বিপক্ষে পাকিস্তানের কঠিন প্রতিরোধ

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

সৌরভের সাথে বৈঠকে আগ্রহী রমিজ রাজা

সৌরভের সাথে বৈঠকে আগ্রহী রমিজ রাজা

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’