পান্ত ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে : রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ১৬ মার্চ ২০২২
পান্ত ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে : রোহিত শর্মা

ঋষভ পান্তের খেলার একটা আলাদা ধরণ আছে। সেটা সব ফরম্যাটের ক্ষেত্রেই আবার একই রকম। হোক টেস্ট কিংবা টি-টোয়েন্টি, পান্ত সবসময়ই আক্রমনাত্মক। দিল্লীর এই তরুণের আক্রমনাত্মক ব্যাটিংয়ের কথা বলতে গিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানালেন, মাত্র ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন পান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পান্ত করেছেন ১৮৫ রান। এখানে রান ব্যাপারটা মুখ্য নয়, চমকের ব্যাপার হলো তার স্ট্রাইক রেট। এই হার্ড হিটার ব্যাট চালিয়েছেন ১২০ দশমিক ১২ স্ট্রাইক রেটে! সাদা পোশাকের ক্রিকেটে এমন স্ট্রাইক রেট খুব একটা দেখা যায় না। এই ব্যাপারটা নিয়েই বলেছেন রোহিত।

ভারতের অধিনায়ক বলেন, ‘তার (পান্ত) ব্যাটিং মানে তার ব্যাটিং। আমরা জানি ব্যাট হাতে সে কি করতে পারে। দল হিসাবে আমরা তাকে এভাবে খেলার স্বাধীনতা দিয়েছি। শুধু ব্যাট হাতেই নয়, খেলার চূড়ান্ত মুহূর্তে কিপার হিসাবেও সে দলের জন্য ভূমিকা রাখে।’

পান্তের ব্যাটিং ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নাই রোহিতের। পান্ত এক হাতেই ম্যাচ শেষ করে আসার ক্ষমতা রাখে বলেও জানালেন ‘হিট ম্যান’, ‘এমন কিছু সময় আসবে যখন আপনি নিজেই আপনার মাথায় আঘাত করবেন যে, ‘কেন সে ওই শটটি খেলেছে’। কিন্তু পরের ম্যাচেই তার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা, সে এমন একজন যে কিনা ৪০ মিনিটেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’

পান্তের কিপিংটা শ্রীলঙ্কার বিপক্ষে দলের জন্য বোনাস ছিল জানিয়ে রোহিত বলেন, ‘এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার কিপিং। তার কিপিং সেরা ছিল যা আমি দেখেছি। গত বছর ইংল্যান্ড যখন এসেছিল তখন সে অবদান রেখেছিল। প্রতিনিয়ত উইকেট কিপিংয়ে উন্নতি করছে বলে মনে হচ্ছে।’

‘ডিআরএস কলের সময়ও পান্ত আমাকে বেশ সাহায্য করে। আমরা সবাই জানি এটা লটারির মতো। এখানে আমি পরিষ্কারভাবে অনেক সময় বুঝতে পারি না। তখন পান্ত আমাকে সাহসয্য করে। এটা তার দিক থেকে খুব ভালো করে বুঝা যায়।’ – যোগ করে রোহিত।

ভারতের হয়ে তিন ফরম্যাটে এ পর্যন্ত মোট ৯৭টি ম্যাচ খেলেছেন পান্ত। তাতে টেস্টে ব্যাট করছেন ৭০ দশমিক ৪৫ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ১০৯ দশমিক ৩২। টি-টোয়েন্টিতে ১২৫ দশমিক ৭৮ স্ট্রাইক রেটে তুলোধুনো করেছেন বোলারদের।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়

ভারতকে হারিয়ে ইংলিশ মেয়েদের প্রথম জয়

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

ব্যাঙ্গালুরুতে নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে দর্শক

ব্যাঙ্গালুরুতে নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে দর্শক