মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৬ মার্চ ২০২২
মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

আইপিএলের ১৫তম আসরের পর্দা উঠতে খুব বেশিদিন বাকি নেই। আর মাত্র ১০ দিন। ২৭ মার্চ থেকে মাঠ গড়াবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট। তবে তার আগেই এই আসরকে ঝুকির মধ্যে ফেলে দিলো মুম্বাইয়ের নিরাপত্তা ব্যবস্থা। মুম্বাইয়ে হামলা চালানো হয়েছে দিল্লীর ক্যাপিটালসের টিম বাসে।

এবারের আসরে ২৭ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানন্স ও দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ খেলতে দিল্লি দল এখন মুম্বাইতে। সেখানেই মঙ্গলবার রাতে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

জানা যায়, রাস্তার পাশেই রাখা ছিল দিল্লির টিম বাসটি। তবে বাসে কেউ ছিল না। সেখানেই আচমকা ৫-৬ জন লোক হামলা চালায়। ভাঙচুরের চেষ্টাও করা হয়। জানা গেছে, হামলাকারীরা সকলেই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহণ শাখার সদস্য।

এই হামলার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, মুম্বাইয়ে খেলা হবার পরও মুম্বাইয়ের কোনো পরিবহণ সংস্থা থেকে কেনো বাস নেয়া হয়নি। মূলত এ কারণেই ক্ষোভের বশে তারা হামলা করেছে।

এই ঘটনায় প্রশান্ত গাঁধী আর সন্তোষ যাদব নামে দুইজনের সাথে আরও একজন সহ মোট তিনজন এমএনএস কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মুম্বাই পুলিশ। বাসে হামলা চালানোর ঘটনায় আর কারা জড়িত তা জানতে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ, পিএসএলে যুক্ত হচ্ছে নিলাম

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

নতুন পাঁচ নিয়মে মাঠে গড়াচ্ছে আইপিএল

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

কোহলিকেই ব্যাঙ্গালুরুর শক্তি মানছেন ডু প্লেসিস

কোহলিকেই ব্যাঙ্গালুরুর শক্তি মানছেন ডু প্লেসিস