অপরিবর্তিত একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২০ মার্চ ২০২২
অপরিবর্তিত একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ একাদশে নেই কোনো পরিবর্তন।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে চিরায়িত সবুজ পোশাক বাদ দিয়ে ‘গোলাপি’ জার্সিতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। মূলত ব্রেস্ট ক্যান্সার সচেতনতা তৈরিতে গোলাপি জার্সিতে মাঠে নেমেছে প্রোটিয়ারা।

প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য তার বিপক্ষে গেলেও প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও প্রথমে ফিল্ডিং করবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন না থাকলেও দক্ষিণ আফ্রিকা দলে আছে তিন পরিবর্তন। প্রথম ম্যাচে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কুইন্টন ডি কক ফিরেছেন এই ম্যাচে। এছাড়াও দলে ফিরেছেন পেসার ওয়েইন পারনেল এবং স্পিনার তাবরাইজ শামসি। তাদেরকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার এইডেন মার্করাম, মার্কো জানসেন এবং আন্দিলে ফেলুকওয়ায়ো।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ অধিনায়ক), কুইন্টন ডি কক, ইয়ানেমান মালান, ওয়াইন পারনেল, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ‘হোয়াইটওয়াশ’ করলে ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ‘হোয়াইটওয়াশ’ করলে ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্য মাঠে নামছে বাংলাদেশ

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ