দেশের কথা ভেবে ফিরছেন না সাকিব, খেলবেন শেষ ওয়ানডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ মার্চ ২০২২
দেশের কথা ভেবে ফিরছেন না সাকিব, খেলবেন শেষ ওয়ানডে

পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি থাকলেও দেশের কথা ভেবে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলেও সিরিজে শেষ ম্যাচ খেলার জন্য দক্ষিণ আফ্রিকায় থেকে যাচ্ছেন তিনি।

সোমবার (২১ মার্চ) দলের সাথে দক্ষিণ আফ্রিকায় থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরার জন্য সাকিবের টিকিট নিশ্চিত করা হলেও এখন ও (সাকিব) দেশে ফিরছেন না। শেষ ওয়ানডে ম্যাচে সাকিব খেলবে।

পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি থাকায় সাকিবের দক্ষিণ আফ্রিকায় থাকা নিয়ে তৈরি হয়েছিল দোলাচল। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ‘অবশ্যই বড় ক্রাইসিস তার (সাকিব) পরিবারে। সাকিব দক্ষিণ আফ্রিকায় আছে খেলার জন্য, সে বুঝতে পারছে না কী করবে। মানসিকভাবে একটা টানাপোড়েন যাচ্ছে।’

তবে সকল শঙ্কার অবসান ঘটালেন খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব। তবে টেস্ট সিরিজ খেলবেন কি-না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘বারবার হয়তো ঢাকা থেকে ওর (সাকিব) পরিবারের সাথে আসা যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে। ওর জন্য প্রায় টিকিট বুক করতে হচ্ছে। আজকে (সোমবার) যাওয়ার বিষয়ে একটা কথা-বার্তা হচ্ছিলো। কিন্তু সাকিব টার্ন ব্যাক করছে। সে যাবে না আজকে।’

খালেন মাহমুদ সুজন আরও বলেন, ‘জালাল ভাই হয়তো বলেও দিয়েছে চলে যাবে। কিন্তু সাকিব কিছুক্ষণ পর জানিয়ে দিয়েছে ও যাবে না, খেলেই যাবে। টেস্টের বিষয়টা আমরা পরে চিন্তা করবো।’

সুজন জানান, তৃতীয় ওয়ানডের পরে সাকিব দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিবেন। বলেন, ‘সাকিব তৃতীয় ওয়ানডেতে খেলবে এবং আমরা সিরিজটা জিতবো। এরপরে ও ডিসিশন নিবে, কখন যাবে না যাবে।’

তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-১ জয়ে সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৩ মার্চ)। ওই ম্যাচের জয়ী দলের হাতে উঠবে সিরিজ জয়ের ট্রফি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জাতীয় দলের খেলা থাকায় মিললো না তাসকিনের ছাড়পত্র

জাতীয় দলের খেলা থাকায় মিললো না তাসকিনের ছাড়পত্র

সাকিবের পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি

সাকিবের পরিবারের পাঁচজন হাসপাতালে ভর্তি

আইপিএলে ‘ডাক পেলেন’ তাসকিন

আইপিএলে ‘ডাক পেলেন’ তাসকিন

ম্যাচে আমরা একাধিক ভুল করেছি : তামিম 

ম্যাচে আমরা একাধিক ভুল করেছি : তামিম