প্রথম টেস্ট শেষে দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৩ এপ্রিল ২০২২
প্রথম টেস্ট শেষে দেশে ফিরছেন তাসকিন-শরিফুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ছিলেন না পেসার শরিফুল ইসলাম। ইনজুরির কারণে ছিলেন না একাদশে। ডারবান টেস্টের তৃতীয় দিনে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টের আগে তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা থাকায় তাদের দেশে ফেরত পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের একাদশে খালেদ আহমেদের জায়গা না পাওয়াটা একদম নিশ্চিতই ছিল। তবে শরিফুলের চোট তার কপাল খুলে দেয়। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টেও খেলবেন খালেদ আহমেদ। কারণ চোটের কারণে দেশে ফেরত আসছেন পেসার শরিফুল ইসলাম।

প্রথম টেস্টের তৃতীয় দিনে ডান কাঁধের ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। সেই ইনজুরির কারণে চতুর্থ দিনে বোলিং করতে পারছেন না এই ডানহাতি পেসার। ছন্দে থাকা এই পেসারকে দ্বিতীয় টেস্টেও পাবে না বাংলাদেশ দল। এ কারণেই প্রথম টেস্ট শেষেই শরিফুলের সাথে দেশে ফিরবেন তাসকিন আহমেদ।

শরিফুল এবং তাসকিন আহমেদের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানিয়েছেন মঙ্গলবার (৫ এপ্রিল) দেশে ফিরবেন তিনি।

নান্নু বলেন, ‘তারা দেশে ফিরলে তাদের দেখভাল করা হবে। তাদের ইনজুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। স্কোয়াডে থাকা অন্য পেসাররা তাদের বদলি হিসেবে খেলবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে ইনজুরির কারণে টেস্ট সিরিজের খেলতে পারছেন না শরিফুল ইসলাম। আর একই কারণে দ্বিতীয় টেস্ট মিস করবেন তাসকিন।

এই দুই পেসারের বদলি হিসেবে বিবেচিত হবেন দক্ষিণ আফ্রিকায় থাকা দুই পেসার আবু জায়েদ রাহি এবং শহিদুল ইসলাম। এ বিষয়টিও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় আম্পায়ারিং নিয়ে হতাশ সাকিব

দক্ষিণ আফ্রিকায় আম্পায়ারিং নিয়ে হতাশ সাকিব

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জয়

প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন জয়

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

ক্যারিয়ার সেরা বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাতেও ‌‘সেরা’ খালেদ আহমেদ

যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব, খেলবেন না দ্বিতীয় টেস্ট

যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব, খেলবেন না দ্বিতীয় টেস্ট