অ্যাশেজে ‘ব্যর্থ’ সিলভারউড এবার শ্রীলঙ্কার কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২২
অ্যাশেজে ‘ব্যর্থ’ সিলভারউড এবার শ্রীলঙ্কার কোচ

সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ধরাশয়ী হয়েছিল ইংল্যান্ড। সেই দলের হেড কোচের দায়িত্বে ছিলেন ক্রিস সিলভারউড। অ্যাশেজ ব্যর্থতার পর তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সিলভারউডেই আস্থা খুঁজছে শ্রীলঙ্কা। নতুন কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দায়িত্ব ছাড়েন কোচ মিকি আর্থার। এরপর থেকেই নতুন কোচের খোঁজে ছিল এসএলসি। সেই জায়গায় এলেন সিলভারউড। শনিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।

মিকি আর্থারের পদত্যাগের পর শ্রীলঙ্কা জাতীয় দলের অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করছিলেন রুমে রত্নায়েকে। তার কাছ থেকেই শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচের দায়িত্ব বুঝে নিবেন ক্রিস সিলভারউড।

এর আগে মিকি আর্থারের পদত্যাগের পর গুঞ্জন ছিল শ্রীলঙ্কার হেড কোচের পদে আসতে পারেন নাভিদ নেওয়াজ। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো এই কোচ দায়িত্ব ছাড়লে সেই গুঞ্জন আরও বেশি জোরালো হয়। তবে শেষ পর্যন্ত বিদেশি কোচেই আস্থা খুঁজেছে শ্রীলঙ্কা।

দুই বছরের চুক্তিতে শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। চলতি বছরের মে’তে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই নতুন মিশন শুরু করবেন সিলভারউড।

কোচিং ক্যারিয়ারে ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ ছাড়াও বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর ট্রেভর বেলিস দায়িত্ব ছাড়লে ইংলিশদের হেড কোচের দায়িত্ব পান তিনি। তার অধীনে ইংলিশদের নেই বলার মতো কোনো সাফল্য।

এছাড়াও কাউন্টি দল এসেক্সের হেড কোচের দায়িত্বও পালন করেছিলেন। তার অধীনেই দীর্ঘ ২৫ বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপ জিতেছিল এসেক্স। 

খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের হয়ে ৬ টেস্ট এবং ৭ ওয়ানডে খেলেছিলেন ৪৭ বছর বয়সী ক্রিস সিলভারউড। খেলোয়াড়ি জীবনে সফল না হলেও কোচিংয়ে বেশ সফল তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

শ্রীলঙ্কায় রাজনৈতিক উত্তাপ, আইসিসির বৈঠকে এশিয়া কাপ

দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

পাঁচ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

পাঁচ বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

গোলাপি বলের টেস্টে ‘রেকর্ডবুকে’ শ্রেয়াস আইয়ার

গোলাপি বলের টেস্টে ‘রেকর্ডবুকে’ শ্রেয়াস আইয়ার