দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২২
দুটি টেস্ট খেলতে ৮ মে ঢাকা আসবে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দল। প্রোটিয়া সফর শেষে ঈদের পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৫ মে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

জানানো হয়, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৫ মে (শুক্রবার)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ মে প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। সিরিজের প্রথম টেস্টের আগে চট্টগামের ১১ ও ১২ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল।

প্রাণঘাতি করোনা পরবর্তী ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল।

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে খেলেছেন টাইগারক্রিকেটাররা। টানা খেলার মধ্যে থাকা বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্ট ম্যাচ খেলছে।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২২টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার মধ্যে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। বিপরীতে শ্রীলঙ্কার জয় ১৭টি ম্যাচে। বাকি চারটি টেস্ট ড্র হয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

১২ টেস্টে কেমন ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান

১২ টেস্টে কেমন ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

ক্যারিয়ার সেরা ওয়ানডে র‌্যাংকিংয়ে তাসকিন, উন্নতির ধারায় সাকিব-তামিম

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

আইপিএলে না যাওয়ায় তাসকিনকে পুরস্কৃত করার পক্ষে মাশরাফি

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো