রমিজ রাজার চারজাতি সিরিজের প্রস্তাবে বাড়ছে সমর্থন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২২
রমিজ রাজার চারজাতি সিরিজের প্রস্তাবে বাড়ছে সমর্থন

দুবাইয়ে বসেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নিয়মিত সভা। এখানেই চারজাতি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব তুলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। আর সেই আয়োজনের পক্ষে সাড়া দিচ্ছে আরও অনেক বোর্ড। এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাভ দিয়েছেন পিসিবি সভাপতি। এই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে এখনও কোনো সিদ্ধান্ত না এলেও ইতিমধ্যেই এর পক্ষে সায় দেওয়ার কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক বিভিন্ন গণমাধ্যম।

তিন দেশের বেশি কোনো দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে হলে তা আইসিসির অনুমতির দরকার হয়। আর সেই টুর্নামেন্ট স্বীকৃতি পায় আইসিসি টুর্নামেন্ট বলে। এই কারণে আইসিসির সভায় এই উঠেছে এই টুর্নামেন্টের আলোচনা।

পিসিবি সভাপতির মতে এই টুর্নামেন্ট আয়োজনের ফলে ৬৫০ মিলিয়ন ডলার পাওয়া যাবে। এই লভ্যাংশ আইসিসির অন্যান্য দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। আর এই কথাতেই রমিজ রাজার এই প্রস্তাবে সায় দিতে চায় অন্যান্য দেশগুলো।

আইসিসির এই সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের এই প্রস্তাবে সাড়া দেওয়ার পক্ষে আছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। এই সভায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী জানিয়েছেন, তারা এই প্রস্তাবের পক্ষে থাকার জন্য আলোচনা করবে।

পিসিবির চারজাতি এই টুর্নামেন্টের প্রস্তাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। তবে বেশ কিছুদিন আগে বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় এই টুর্নামেন্ট সম্ভব না।

এদিকে আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ভিড়ে নতুন এক টুর্নামেন্ট কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ ক্রিকেটের ব্যস্ততার কারণে অনেক দেশই গুরুত্বপূর্ণ সিরিজের আগে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার নীতিতে হাঁটছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

ভারত-পাকিস্তান নিয়ে রমিজ রাজার প্রস্তাব আইসিসির টেবিলে

নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানালো আইসিসি

নিউজিল্যান্ডকে ধন্যবাদ জানালো আইসিসি

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

ওয়ানডে র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মিরাজ

আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার

আইসিসির ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার