বাবরকেই সবার সেরা বলছেন ডেল স্টেইন 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২২
বাবরকেই সবার সেরা বলছেন ডেল স্টেইন 

বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা বেশ অনেক দিন ধরেই দিয়ে আসছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ক্রিকেটের সব ফরম্যাটেই। অনেকেই বাবরকে বিশ্বের সেরা ব্যটসম্যানের তকমা দিয়ে দিচ্ছেন এখনই। সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা বেশ জোড়ে সোরেই বাবরের পক্ষে কথা বলা শুরু করেছেন। সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার ডেল স্টেইন এবার বাবরকে সবার সেরা বলে অভিহিত করলেন।

বেশ অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ নামে আখ্যা দেওয়া হচ্ছে বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও জো রুটকে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে যোগ করে এটাকে ‘ফ্যাব ফাইভ’ বলা শুরু করেছেন অনেকেই কিছুদন ধরেই।

সম্প্রতি ঐতিহাসিক অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ২য় টেস্টে ২য় ইনিংসে ম্যাচ বাচানো ১৯৬ রান করেন বাবর। অনেকেই এই ইনিংসটাকে মহাকাব্যিক ইনিংস হিসেবে আখ্যায়িত করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত করা বাবরকেই তাই এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা দিলেন স্টেইন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের সাথে প্রশ্নোত্তর সেশনে ‘ফ্যাব ফাইভ’ থেকে বাবরকেই বেছে নেন ডেল স্টেইন। প্রশ্নোত্তর পর্বে এক ভক্তের উত্তরে সরাসরি বাবরকেই বেছে নেন তিনি। স্টেইন বলেন, “খুব সম্ভবত বাবর আজম। সে এ মুহূর্তে দুর্দান্ত।”

সাদা পোশাকে বাবর আজম পাকিস্তানের হয়ে ৬ শতকে ৪৫ গড়ে ২৮৫১ রান করেছেন। অন্যদিকে সাদা বলের ক্রিকেটেও ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন এই পাকিস্তান অধিনায়ক। 

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজেও টানা দুই শতকের সাহায্যে হয়েছেন সিরিজ সেরা। ৫৯ গড়ে ৮৬ ওয়ানডেতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটারের সংগ্রহ ৪২১ রান। লম্বা সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান ধরে রাখা বাবরের সংগ্রহ ৪৫ গড়ে ২৬৮৬ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :