আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ২০ এপ্রিল ২০২২
আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

বিতর্কের রেশ ছড়াতে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েবের আখতারের জুড়ি মেলা ভার। সবসময় আলোচনায় থাকতেই পছন্দ করেন সাবেক এই ক্রিকেটার। এবার আবারও আলোচনায় শোয়েব। নিজেকে সাহসী দাবি করে তিনি বলেছেন, তার সময়ে খেললে বিরাট কোহলি এতো রান করতে পারতেন না।

এক সাক্ষাৎকারে কোহলি তার ক্যারিয়ারের শুরুতে শোয়েব আখতারের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ডানহাতি ব্যাটার বলেছিলেন যে, তিনি চ্যালেঞ্জ নিত্যে পছন্দ করেন। বিশ্বের দ্রুততম বোলারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এর চেয়ে ভালো চ্যালেঞ্জ আর কী হতে পারে।

এরপর অনেক সময় পেরিয়ে গেছে। কোহলিও সরব থেকে নিরব হয়েছেন। সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো যাচ্ছে না কোহলির ফর্ম। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) একই অবস্থা। এবার সুযোগ বুঝে জবাব দিতে ভুল করলেন না শোয়েব। এক হাত নিলেন ভারতের সেরা ব্যাটারকে।

ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘বিরাট কোহলি একজন ভালো মানুষ এবং একজন বড় ক্রিকেটার। আপনি শুধুমাত্র বড় খেলোয়াড়দের কাছ থেকে বড় কথা আশা করেন। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই।’

‘আমি যদি বিরাট কোহলির বিপক্ষে খেলতাম তাহলে তিনি এতো রান করতে পারতেন না। তবে তিনি যতো রানই করতেন না কেন তা দুর্দান্ত হতো। দেখে মনে হবে যে তিনি এই রানের জন্য সত্যিই কঠোর লড়াই ও পরিশ্রম করেছেন।’ - শোয়েব যোগ করেন।

সাবেক এই পেসার আরও দাবি করেছেন যে তিনি কোহলির থেকে সেরাটাই পেতেন। তিনি বলেন, ‘তার হয়তো ৫০টি সেঞ্চুরি ছিলো না। সর্বোচ্চ ২০ বা ২৫টি হতে পারতো। তবে সেঞ্চুরিগুলো দুর্দান্ত হতো। আমি বিরাট কোহলির থেকে সেরাটাই পেতাম।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

গ্লোবাল উইমেন্স লিগে পাঁচ পাকিস্তানি নারী ক্রিকেটার

গ্লোবাল উইমেন্স লিগে পাঁচ পাকিস্তানি নারী ক্রিকেটার

ফাস্ট বোলারদের ‘উচিত’ ব্যাটারদের আহত করা: শোয়েব

ফাস্ট বোলারদের ‘উচিত’ ব্যাটারদের আহত করা: শোয়েব

বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

বাবরের চোখে শাহীন আফ্রিদিই বর্তমান সময়ের সেরা বোলার

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি

পক্ষাঘাতগ্রস্ত সাবেক ক্রিকেটারের সহায়তা বাড়াচ্ছে না পিসিবি