বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০২২
বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন গ্রায়েম স্মিথ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাবেক পরিচালক গ্রায়েম স্মিথ। দুই আইনজীবী এনগওয়াকো মানেটজে এবং মাইকেল বিশপ তদন্ত প্রতিবেদনে সত্যতা না পাওয়ায় এই অভিযোগ থেকে স্মিথকে মুক্তি দিয়েছেন।

এর আগে তিন প্রোটিয়ায় ক্রিকেটার গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার ও এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, তারা পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণে জড়িত ছিলেন। অভিযোগে ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

প্রথমে এই তদন্তের দায়িত্ব দেয়া হয় ডুমিসা এনতসেবেজাকে। তিনি অনুসন্ধানে সত্যতা পেতে ব্যর্থ হলে আবারও তদন্ত প্রক্রিয়া শুরু হয়। নতুন তদন্তে বিচারক মাইকেল বিশপ বর্ণবাদের সত্যতা না পেলে মামলাটি খারিজ করে দেন। সিএসএ চেয়ারম্যান লসন নাইডু মামলা খারিজের ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রোটিয়াদের কোচ হিসেবে মার্ক বাউচারকে নিয়োগের সিদ্ধান্তে স্মিথের ভূমিকা ছিল না। সালিশি কার্যক্রম দ্বারা বর্ণবাদ সমস্যার মোকাবেলা এবং সমাধান করা হয়েছে। ন্যায্যতাও নিশ্চিত হয়েছে।’

সালিশিতে মেনেটজে ও বিশপ নির্ধারণ বলেন, ‘২০১২-১৪ সময়কালে স্মিথ থামি সোলেকিলের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের সাথে জড়িত ছিলেন এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কোন প্রমাণিত ভিত্তি ছিল না।’

নাইডু যোগ করেছেন, ‘এখন এই প্রক্রিয়াগুলোর সমাধান হয়েছে। গ্রায়েম দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে যে অসাধারণ অবদান রেখেছেন তা স্বীকৃতি দেওয়ার এখন উপযুক্ত সময়। প্রথমে ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম টেস্ট অধিনায়ক হিসাবে,পরে ক্রিকেট পরিচালক হিসাবে।’

২০২১ সালের ২০ ডিসেম্বর এর আগে তিন প্রোটিয়ায় ক্রিকেটার গ্রায়েম স্মিথ, মার্ক বাউচার ও এবি ডি ভিলিয়ার্সের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়। সেখানে বলা হয়, স্মিথ থামি সোলেকিলের বিরুদ্ধে পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণে জড়িত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালকের পদ ছাড়লেন গ্রায়েম স্মিথ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালকের পদ ছাড়লেন গ্রায়েম স্মিথ

উইজডেনের সর্বকালের সেরা অনূর্ধ্ব-২৩ টেস্টে শচীন-ওয়াকারদের সাথে রাবাদা

উইজডেনের সর্বকালের সেরা অনূর্ধ্ব-২৩ টেস্টে শচীন-ওয়াকারদের সাথে রাবাদা

এইচপি'র খণ্ডকালীন কোচের দায়িত্বে আব্দুর রাজ্জাক

এইচপি'র খণ্ডকালীন কোচের দায়িত্বে আব্দুর রাজ্জাক

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ

কোহলি নয়, বাবরের খেলা শচীনের মতো: আসিফ