নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৭ এপ্রিল ২০২২
নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডের পাশাপাশি অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানও ফ্রাঞ্চাইজি লিগ চালু করেছে। এবার সেই পথে হাঁটছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নিজস্ব টি-টেন লিগ চালু করতে যাচ্ছেন এই ক্রিকেটার। চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

চলতি বছরই সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শহীদ আফ্রিদি। অবশ্য এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন এই তারকা। খেলোয়াড়ী ক্যারিয়ারকে বিদায় জানালেও এখনও ক্রিকেটের সাথে যুক্ত থাকবেন। এরই অংশ হিসেবে নিজস্ব এই টি-টেন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছেন তিনি।

চালু করতে যাওয়া এ টুর্নামেন্টের নাম দিয়েছেন  মেগা স্টারস লিগ (এমএসএল)। চলতি বছরের সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট রাওয়ালপিন্ডিতে হবে বলে জানিয়েছেন আফ্রিদি। মূলত সাবেক ক্রিকেটার এবং অ্যাথলেটদের জন্য আর্থিক সাহায্য ফান্ড তৈরির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট চালু করছেন তিনি।

এই বিষয়ে আফ্রিদি বলেন, “ মেগা স্টার লিগ একটি বিনোদনদায়ক লিগ। এই বছর রাওয়ালপিন্ডিতে টুর্নামেন্টটি আয়োজন করা হবে। মূলত সাবেক ক্রিকেটার, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সাংবাদিকদের আর্থিকভাবে সহায়তার জন্য এই লিগ আয়োজন করা হচ্ছে।”

এই টুর্নামেন্টে কোন ক্রিকেটাররা খেলবেন এবং ফরম্যাট কি হবে সেই বিষয়টিও খোলাসা করেছেন আফ্রিদি। বলেন, “যারা পিএসএল খেলতে পারেননি, সেইসব বয়স্ক ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবেন। মুশতাক আহমেদ, ওয়াকার ইউনুস এবং ইনজামাম উল হকের মতো ক্রিকেটাররা থাকবে।”

তিনি আরও বলেন, “টুর্নামেন্টে ছয়টি ফ্রাঞ্চাইজি থাকবে। সাবেক বিদেশি ক্রিকেটাররাও এই টুর্নামেন্টে খেলবে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

আফ্রিদিকে সরিয়ে ‘ডট বলের’ শীর্ষে সাকিব

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

আফগান ক্রিকেটে ভারতীয় আধিপত্য কমাবে তালেবানরা : শহীদ আফ্রিদি

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি