সিনিয়রদের বাদ দিয়ে তরুণে ঝুঁকছে পিসিবি, বাড়াচ্ছে বেতন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৭ এপ্রিল ২০২২
সিনিয়রদের বাদ দিয়ে তরুণে ঝুঁকছে পিসিবি, বাড়াচ্ছে বেতন

ফাইল ফটো

চলতি বছরের ৩০ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে দেশটির পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হবে। ২০২২-২৩ বছরের নতুন চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্রিকেটারদের বেতন বাড়ানো এবং সিনিয়রদের পরিবর্তে তরুণ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা।

পিসিবির সূত্রের বরাত দিয়ে দেশটির একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে, নতুন চুক্তিতে ১০ থেকে ১৫ শতাংশ বেতন বাড়ানো হতে পারে। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, নতুন চুক্তিতে বেশ কিছু পরিবর্তন আনবে পিসিবি। এর মধ্যে তালিকায় পরিবর্তন-পদোন্নতির কথা বিবেচনা করা হবে।

পিসিবির ওই কর্মকর্তা বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি আরও জানায়, নতুন কেন্দ্রীয় চুক্তির জন্য বোর্ড ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে। যেখানে বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ১০-১৫ শতাংশ বেতন ও ফি বাড়ানো হবে।

নতুন চুক্তিতে বেতন ছাড়াও তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিবে পিসিবি। ভবিষ্যতের দিকে তাকিয়ে বোর্ডের লক্ষ্য, সিনিয়র ক্রিকেটারদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া। এ ক্ষেত্রে নতুন চুক্তিতে সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহকে বাদ দেওয়া হতে পারে।


বেশ কিছু দিন ধরেই দলের সাথে আছেন সাবেক অধিনায়ক সরফরাজ। বর্তমান চুক্তিতে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন সরফরাজ। তবে হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। কারণ, উইকেটের পেছনে ও ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া দীর্ঘ দিন ধরে দলের বাইরে আছেন ‘বি’ ক্যাটাগরিতে থাকা ইয়াসির।

১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত থাকবে নতুন কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। ধারণা করা হচ্ছে, পিসিবির নতুন এ কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে পারেন খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

পিসিবির বর্তমান কেন্দ্রীয় চুক্তি (পুরুষ) যারা আছেন
ক্যাটাগরি ‘এ’: বাবর আজম, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি ‘বি’: আজহার আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান এবং ইয়াসির শাহ।
ক্যাটাগরি ‘সি’: আবিদ আলী, ইমাম-উল-হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নওমান আলী এবং সরফরাজ আহমেদ।

এছাড়া উদীয়মান বিভাগে রয়েছেন- ইমরান বাট, শাহনওয়াজ দাহানি এবং উসমান কাদির।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবিকে সরকার থেকে আলাদা করার পরামর্শ আফ্রিদির

পিসিবিকে সরকার থেকে আলাদা করার পরামর্শ আফ্রিদির

নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

নিজস্ব টি-টেন লিগ চালু করছেন শহীদ আফ্রিদি

ওয়াসিম-ওয়াকারকে নিয়ে বোমা ফাটালেন সেলিম মালিক

ওয়াসিম-ওয়াকারকে নিয়ে বোমা ফাটালেন সেলিম মালিক

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি

পাকিস্তানে সুযোগ কম থাকায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ক্রিকেটাররা: হাসান আলি