দায়িত্ব পেয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৯ এপ্রিল ২০২২
দায়িত্ব পেয়েই অ্যান্ডারসন-ব্রডকে দলে ফেরাচ্ছেন স্টোকস

অ্যাশেজ ব্যর্থতার পরই দলে বড় পরিবর্তন এনেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দল থেকে বাদ পড়েছিলেন দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। এতেও দলের ভাগ্যে আসেনি কোনো পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও হেরেছে দল। পাশাপাশি অধিনায়কত্ব ছেড়েছেন জো রুট। তার স্থলাভিষিক্ত হয়েই অ্যান্ডারসন-ব্রডকে নিজ দলে চান নতুন অধিনায়ক বেন স্টোকস।

অ্যাশেজ ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। অজিদের কাছে হতাশাজনক পরাজয়ের পর দলকে নতুন করে গড়ে তোলার কাজ হাতে নিয়েছিল। বাদ পড়েছিলেন ব্রড-অ্যান্ডারসনসহ অনেক নিয়মিত মুখ।

নতুন দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ইংল্যান্ড। এরপরেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জো রুট। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। আর দায়িত্ব নিয়েই প্রথমেই ব্রড-অ্যান্ডারসনের গুরুত্বপূর্ণ দুই পেসারকে দলে ফেরানোর প্রস্তাব দিয়েছেন তিনি।

স্টোকসের এই প্রস্তাবে সায় দিয়েছেন ইসিবির নতুন ব্যবস্থাপনা পরিচালক রব কি। তিনি ইতিমধ্যেই অ্যান্ডারসন-ব্রডকে গ্রীষ্মে সিরিজের জন্য বিবেচনা করা হবে জানিয়ে দিয়েছেন।

রব কি বলেন, “আমি ইতিমধ্যেই ওদেরকে (অ্যান্ডারসন এবং ব্রড) ফোন দিয়ে বলেছি, ওরা গ্রীষ্মে দলের জন্য বিবেচিত হবে। অধিনায়কের ভাবনা একই কি-না সেটা ওরা জানতে চেয়েছিল। আমি বিষয়টি জানিয়ে দিয়েছি।”

তিনি আরও বলেন, “স্টোকস দায়িত্ব নেওয়ার পর প্রথমেই বলেছে, জিমি (অ্যান্ডারসন) ও (স্টুয়ার্ট) ব্রড দলে ফিরে আসছে। আমি তাতে সায় দিয়েছি। সেখানে কারও সাথে দ্বিমত হয়নি। হলে হয়তো বিতর্ক হতো।”

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর দল নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড। এছাড়াও কেন তারা বাদ পড়েছিলেন সেই বিষয়টিও বুঝতে পারেননি বলেও জানান তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বেন স্টোকস’র হাতেই উঠলো ইংল্যান্ডের টেস্ট নেতৃত্ব

বেন স্টোকস’র হাতেই উঠলো ইংল্যান্ডের টেস্ট নেতৃত্ব

রুটের অধীনে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছি: অ্যান্ডারসন

রুটের অধীনে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছি: অ্যান্ডারসন

ইনজুরির কাটিয়ে অনুশীলনে বেন স্টোকস

ইনজুরির কাটিয়ে অনুশীলনে বেন স্টোকস

দুঃসময়ে রুটের পাশে দাঁড়ালেন বন্ধু বেন স্টোকস

দুঃসময়ে রুটের পাশে দাঁড়ালেন বন্ধু বেন স্টোকস