ক্যারিবিয়ান সফরে দলের সাথে থাকবেন না হেরাথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ মে ২০২২
ক্যারিবিয়ান সফরে দলের সাথে থাকবেন না হেরাথ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ এই সিরিজে দলের সাথে থাকবেন না স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। পরিবারের সাথে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটির আবেদন করেছেন রঙ্গনা হেরাথ। পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই ছুটি চেয়েছেন বলে জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ সফরে সে (হেরাথ) দলের সাথে থাকবেন না। সফর চলাকালীন পরিবারের সাথে সময় কাটাবেন তিনি।”

দক্ষিণ আফ্রিকা সফরের পর দীর্ঘদিন ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন রঙ্গনা হেরাথ। এই সিরিজ শুরুর দিন তিনেক আগেই বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন তিনি।

২০২১ সালে জিম্বাবুয়ে সফরে আগে বাংলাদশের স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পান রঙ্গনা হেরাথ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাকে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ করে বিসিবি। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে তার কাজ করার কথা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিন বোলিং কোচ হিসেবে কে নিয়োগ পাবেন সেই বিষয়টি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, এই পদে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নিয়োগ পেতে পারেন সোহেল ইসলাম।

এই সফরের জন্য এখনও সূচি চূড়ান্ত করেনি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সূচি চূড়ান্ত না হলেও ক্যারিবিয়ান অঞ্চলে দুই টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর এই সিরিজকে সামনে রেখে চলতি বছরের ৬ জুন দেশ ছাড়তে পারে টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

নীরব ‘যোদ্ধা’ হয়েও আড়ালে তাইজুল

নীরব ‘যোদ্ধা’ হয়েও আড়ালে তাইজুল

অতীব প্রয়োজনে সাকিবকে না পাওয়ায় বোর্ড সভাপতির আক্ষেপ

অতীব প্রয়োজনে সাকিবকে না পাওয়ায় বোর্ড সভাপতির আক্ষেপ

মিরপুরে ভালো উইকেটে বানাতে ‌‘স্বয়ং বিধাতাও’ ব্যর্থ হবেন!

মিরপুরে ভালো উইকেটে বানাতে ‌‘স্বয়ং বিধাতাও’ ব্যর্থ হবেন!