টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ সুজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ এএম, ২১ নভেম্বর ২০১৭
টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ সুজন

টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সময়ে সেই দায়িত্ব জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকেই দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। সোমবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

সুজনকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিশ্চিত করে পাপন বলেন, এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে যদি বাইরের কোচ না আনা বা ফাইনাল না হয় তাহলে অবশ্যই লোকাল কোচ হবে। খালেদ মাহমুদ সুজনের সম্ভাবনাই বেশি। তার উপরই দায়িত্ব দেয়া হতে পারে।

এদিকে, সুজনকে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেয়া হলেও হাথুরু অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেননি বিসিবি সভাপতি। জানান, আগামী দু’তিন দিনের মধ্যে ঢাকায় আসবেন হাথুরুসিংহে এবং তার সাথে কথা বলেই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পাপন বলেন, তার (হাথুরু) আসার কথা ছিল। এই দু-একদিনের মধ্যেই তার আসার কথা ছিল। লাস্ট আমাদের সিইও সুজন (নিজাম উদ্দিন চৌধুরী) আমাকে জানিয়েছে, তাকে (সিইও) একটা চিঠি পাঠিয়েছে । কয়েকদিন পরে সে আসবে।

তিনি আরও বলেন, কেউ যদি থাকতে না চায় তাহলে আমরা তাকে জোর করে রাখতে পারি না। তবে ওর কাছ থেকে দুটো জিনিস দরকার। সিরিজের রিপোর্ট আর পদত্যাগের কারণটা কি? সে যদি মনে করে স্বেচ্ছায় চলে যাবে, তাহলে কোন কথা নেই।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

কম বেতনেও শ্রীলঙ্কার কোচ হতে চান হাথুরু

কম বেতনেও শ্রীলঙ্কার কোচ হতে চান হাথুরু

খুদেদের উদ্দেশে শচীনের পরামর্শ

খুদেদের উদ্দেশে শচীনের পরামর্শ

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি

কোচ নিয়ে ভাবার প্রয়োজন নেই : মাশরাফি