লঙ্কা ক্রিকেটকে সহায়তা করতে ‘প্রস্তুত’ জাভেদ আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৬ মে ২০২২
লঙ্কা ক্রিকেটকে সহায়তা করতে ‘প্রস্তুত’ জাভেদ আফ্রিদি

বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে বেশ সংকটে রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তার প্রভাব পড়েছে ক্রিকেটেও। ইতোমধ্যে জ্বালানি খরচ বাঁচাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দেশটির এই পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিতে চান পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।

পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি জানান, শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) আর্থিক দিক দিয়ে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতি দেন জাভেদ। সেখানেই তিনি বলেন, শ্রীলঙ্কার চলমান পরিস্থিতিতে তিনি শ্রীলঙ্কান ক্রিকেট ভক্তদের সহায়তা করতে চান।

টুইটারে জাভেদ লিখেন, ‘শ্রীলঙ্কার জনগণ পাকিস্তানের জনগণের মতোই ক্রিকেটকে ভালোবাসে। কিন্তু বর্তমান পরিস্থিতি এতটা ভালো নয়। এটা লঙ্কানদের ক্রিকেট ভক্তদের কষ্ট দিয়েছে। তাই আমি শ্রীলঙ্কা ক্রিকেটকে তাদের আন্তর্জাতিক পথচলা বজায় রাখার জন্য আমার সামর্থ্যের সর্বোচ্চ সহায়তা করতে চাই।’

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) দ্বীপরাষ্ট্রের জন্য পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল। তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে দৃঢ় সম্পর্কের কারণে তারা এই বিপদে ভ্রাতৃত্বের নিদর্শন দেখাতে প্রস্তুত।

পিসিবির মিডিয়া পরিচালক সামি-উল-হাসান বার্নি বলেন, ‘শ্রীলঙ্কা বোর্ডের সাথে আমাদের একটি দৃঢ় সম্পর্ক রয়েছে এবং দুই দেশ সবসময়ই কঠিন পরিস্থিতিতে একে অপরকে সমর্থন করেছে। তাদের এই বিপদে আমরা সবসময় পাশে আছি।’

পাকিস্তানের শ্রীলঙ্কা সফর নিয়ে বার্নি বলেন, ‘শ্রীলঙ্কার বোর্ড তাদের দেশের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে। তাদের মাঠে বা নিরপেক্ষ ভেন্যুতে যেখানেই তারা খেলার সিদ্ধান্ত নিবে, সেটাই আমাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে। তাদের এই অবস্থায় আমাদের কোনো আপত্তি নেই।’

পাকিস্তান ক্রিকেটে পেশোয়ার জালমির অবদান উল্লেখ করার মতো। সেই শুরু থেকেই নানা জনসেবামূলক ও সমাজ সেবার কাজ করে আসছে তারা। এবার দেশের বাইরেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার ঘোষণা দিলো পিএসএলের অন্যতম সফল দলটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :