তাইজুলের জোড়া আঘাত, ৬০ রানে এগিয়ে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৯ মে ২০২২
তাইজুলের জোড়া আঘাত, ৬০ রানে এগিয়ে শ্রীলঙ্কা

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের জোড়া আঘাতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৮ রান তুলে পঞ্চম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে লঙ্কানরা ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৬০ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৩৯ রান করেছিল শ্রীলঙ্কা। ৮ উইকেট হাতে নিয়ে ২৯ রানে পিছিয়ে ছিল লঙ্কানরা। টেস্টের শেষ দিন হওয়ায় অনেকটা মারমুখি মেজাজে ছিল চতুর্থ দিন শেষে অপরাজিত দুই লঙ্কান ব্যাটার।

তবে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত করেন বাংলাদেশের স্পিনার তাইজুল। কুশল মেন্ডিসকে ৪৮ ও প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজকে খালি হাতে বিদায় দেন তাইজুল। ফলে কিছুটা ব্যাকফুটে যায় শ্রীলঙ্কা।

মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে অধিনায়ক দিমুথ করুনারত্নে ৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১২ রানে অপরাজিত আছেন। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে তাইজুল ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন। বাকি একটি উইকেট ছিল রান আউটের, সেটেও অবশ্য তাইজুলের শিকার ছিল।

চট্টগ্রাম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৪৬৫ রান করলে প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ওপেনার তামিম ইকবার এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সেঞ্চুরি তুলে নিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলা বন্ধ করবো না: মুশফিক

ভবিষ্যতেও রিভার্স সুইপ খেলা বন্ধ করবো না: মুশফিক

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম

বিতর্ক দূরে ঠেলে মুশফিকের ৮ম টেস্ট সেঞ্চুরি

বিতর্ক দূরে ঠেলে মুশফিকের ৮ম টেস্ট সেঞ্চুরি

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়

ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘ফিরছেন’ এনামুল হক বিজয়