তৃতীয় দিনের প্রথম সেশনে সমানে-সমান বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৫ মে ২০২২
তৃতীয় দিনের প্রথম সেশনে সমানে-সমান বাংলাদেশ-শ্রীলঙ্কা

২২২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করা শ্রীলঙ্কার ডেরায় তৃতীয় দিনের শুরুতে আঘাত হানেন পেসার ইবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলে লঙ্কানদের নাইট ওয়াচম্যান কাসুন রাজিথাকে সাজঘরে ফেরান তিনি। পরে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক করুণারত্নে। তৃতীয় দিনের প্রথম সেশনে সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান।

বুধবার (২৫ মে) দিনের প্রথম সেশনের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নের পথ ধরেন আগের দিনের অপরাজিত ব্যাটার কাসুন রাজিথা। ইবাদতের বলে বোল্ড আউট হয়ে ফেরেন তিনি। ১২ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

রাজিথার বিদায়ের পর শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখার দায়িত্ব নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অধিনায়ক দিমুথ করুণারত্নে। ৭০ রানে দিনশেষ করা করুণারত্নে, এদিন নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন মাত্র ১০ রান। ব্যক্তিগত ৮০ রানে সাকিবের শিকার হন তিনি।

তৃতীয় দিনের প্রথম সেশনে ২৪ দশমিক ১ ওভার ব্যাটিং করে শ্রীলঙ্কা। এই সময়ে লঙ্কানদের স্কোরবোর্ডের যুক্ত হয়েছে ৬৭ রান।

দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে ১৪৩ রানে করেছিল শ্রীলঙ্কা। অপরাজিত ছিলেন দুই ব্যাটার কাসুন রাজিথা এবং দিমুথ করুণারত্নে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ১৫৫ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।

এর আগে প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। টাইগারদের হয়ে ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট শিকার করেন কাসুন রাজিথা। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ