ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়ার কারণ জানালো পিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ৩০ মে ২০২২
ইমাদ ওয়াসিমকে বাদ দেওয়ার কারণ জানালো পিসিবি

সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের হয়ে খেলেছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তবে এরপরেই বাংলাদেশ সফরে কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি। এবার দেশটির সাদা বলের ক্রিকেট থেকে ইমাদকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

হুট করেই ইমাদকে বাদ দেওয়া হয়েছে বলে মনে হলেও অন্য কথা বলছেন, পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ইয়াসিম। তিনি বলেন, ইমাদের পারফর্মেন্স সন্তোষজনক নয়। এমনকি, তার ফিটনেস নিয়েও পিসিবি সন্তষ্ট নয়।

পিসিবির প্রধান নির্বাচক ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজের সাথে ইমাদের বাদ পড়া নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “ইমাদের সাম্প্রতিক পারফর্মেন্স সন্তোষজনক নয়। তার ফিটনেসেও সমস্যা রয়েছে, যে কারণে তাকে বাদ দেওয়া হয়েছে।”

বর্তমানে পাকিস্তান দলে ফিটনেস নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলেও জানান ওয়াসিম। বলেন, “বর্তমান দলে সবাই ফিটনেস উচ্চ মানের এবং যা দলে সবার পারফরম্যান্সে দৃশ্যমান।”

ইমাদের জায়গায় আরেক অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে মনে ধরেছে পিসিবি প্রধান নির্বাচকের। তিনি বলেন, “তার (নেওয়াজ) পারফর্মেন্সের দিকে তাকান। তার ফিটনেস খুবই ভালো অবস্থায় রয়েছে, বর্তমানে খুব ভালো ফর্মেও রয়েছে।” 

পারফর্মেন্স ও ফিটনেস মিলিয়ে পিসিবি নির্বাচকেরা এখন মোহাম্মদ নেওয়াজকেই দলের জন্য কার্যকরী মনে করছেন। ঠিক এর বিপরীত কারণেই দল থেকে বাদ পড়েছেন ইমাদ ওয়াসিম।

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাকিস্তান। সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে  সিরিজ খেলার কথা রয়েছে বাবর আজমের দলের। ৮, ১০ ও ১২ জুন পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ তিনটি। 

পাকিস্তানেরর জার্সিতে এখন পর্যন্ত ৫৫টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ ওয়াসিম। ওয়ানডেতে ৪৪ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টিতে ৫৫ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৩৩৯ রান ও ওয়ানডেতে ৯৮৬ রান এসেছে এ অলরাউন্ডারের ব্যাট থেকে। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

মমিনুলের সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ভালো: জালাল ইউনুস

মমিনুলের সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনটা ভালো: জালাল ইউনুস

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

‘সিতারা-ই-পাকিস্তান’ পুরস্কারে ভূষিত হলেন ড্যারেন স্যামি

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

আইপিএলের ১৫তম আসরে পুরষ্কার জিতলেন যারা

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা