টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৯ মে ২০২২
টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তানের মেয়েরা

চলতি বছর নারী বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেনি পাকিস্তানি মেয়েরা। উল্টো টানা হারের লজ্জার রেকর্ডের ভাগিদার হয়েছে তারা। অবশেষে ঘরের মাটিতে ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হয়ে এসেছে বিসমাহ মারুফের দল। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা। শেষ টি-টোয়েন্টিতে লঙ্কান মেয়েদের ৪ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করে পাকিস্তান।

রোববার (২৮ মে) করাচিতে টস জিতে প্রথম ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কান মেয়েরা। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার হাসিনি পেরেরা ও অধিনায়ক চামারি আতাপাত্তু। দু’জন মিলে উদ্বোধনী জুটিতেই ৬৬ বলে তুলে ফেলেন ৬৯ রান। বিপত্তিটা বাধে ১১তম ওভারে।

ম্যাচের ১১তম ওভারে আক্রমণে এসে পরপর দুই বলে দুই লঙ্কান ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান নিধা দার। প্রথম বলে ৩০ বলে ২৪ রান করে রানআউট হন পেরেরা। পরের বলেই ইরাম জাভেদের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ৩৮ বলে ৩৭ রান করা চামারিও।

দুই সেট ব্যাটারের বিদায়ে আর ঘুরে দাড়াতে পারেনি লঙ্কান মেয়েরা। টপাটপ ৮৩ রানেই ৭ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে সম্মানজনক স্কোরে পৌছে দেন নুশকা সঞ্জীওয়ানি ও সুগান্দিকা কুমারী। এই দু’জনের ২৪ রানের জুটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

১০৮ রানের জবাবে খেলতে নেমে লঙ্কান মেয়েদের সামনে ভালোই পরীক্ষা দিতে হয় পাকিস্তানি ব্যাটারদের। ওপেনার মুনিবা বালি ছাড়া আর এক ব্যাটারও বিশোর্ধ্ব ইনিংস খেলতে পারেননি। মুনিবা করেন ২৫ রান। তবে বাকিদের ছোট ছোট ইনিংসে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় পাকিস্তান।

শেষ বলে পাকিস্তানের সামনে প্রয়োজন দাড়ায় ১ বলে ২। এমতাবস্থায় দিহারিকে লং অনে ফ্লিক করে অনাযাসে ২ রান তুলে নিয়ে দলের ৪ উইকেটে জয়ের পাশাপাশি লঙ্কানদের হোয়াইটওয়াশ নিশ্চিত করেন পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ। শেষ পর্যন্ত ১৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন বিসমাহ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী আইপিএলে একই দলে সালমা-সুপ্তা

নারী আইপিএলে একই দলে সালমা-সুপ্তা

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

কমনওয়েলথ গেমসের ভিলেজে যেতে পারবে না বিসমাহ কন্যা ফাতিমা

বায়ো-বাবল অধ্যায়ের সমাপ্তি টানছে পিসিবি

বায়ো-বাবল অধ্যায়ের সমাপ্তি টানছে পিসিবি

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল

ক্রিকেটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আনিয়া শ্রাবসোল