জাতীয় স্কুল ক্রিকেট: শুরু হচ্ছে ন্যাশনাল রাউন্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৫ জুন ২০২২
জাতীয় স্কুল ক্রিকেট: শুরু হচ্ছে ন্যাশনাল রাউন্ড

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় এবার শুরু হচ্ছে ন্যাশনাল রাউন্ড। এ রাউন্ডে অংশগ্রহণকারী ১৬ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বিভাগীয় রাউন্ডের চ্যাম্পিয়ন দলগুলো ‘এ’ গ্রুপে এবং ‘বি’ গ্রুপে রয়েছে বিভাগীয় রাউন্ডের রানার্স-আপ দলগুলো। ‘এ’ গ্রুপে থাকা দলগুলোর জন্য লটারির মাধ্যমে ‘বি’ গ্রুপ থেকে প্রতিপক্ষ বেছে নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুন) থেকে শুরু হওয়া এ রাউন্ডের প্রথম দিনেই পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের চারটি ম্যাচ। নক আউট পদ্ধতির ন্যাশনাল রাউন্ডের চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ জুন। ১১ জুন দুটি সেমিফাইনাল এবং ১৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ টেভিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

ন্যাশনাল রাউন্ড প্রতেোগিতায় ‘এ’ গ্রুপে রয়েছে- লালমনিরহাট উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, আসমত আলী খান ইন্সটিটিউশন, গাজী মেমোরিয়াল হাই স্কুল, কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল, কুমিল্লা হাই স্কুল ও মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল।

‘বি’ গ্রুপের দলগুলো হলো- কে জি এন্ড হাই স্কুল, শিশু নিকেতন হাই স্কুল, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, হরিনারায়ণপুর ইউনিয়ন হাই স্কুল, নবাবগঞ্জ পাইলট হাই স্কুল, আলাতুন নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রথম দিন (সোমবার) সিটি ক্লাব মাঠে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে খেলবে কে জি এন্ড হাই স্কুল। জগন্নাথ হল মাঠে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রতিপক্ষ শিশু নিকেতন হাই স্কুল। কেরাণীগঞ্জ হামিদুর রহমান স্টেডিয়ামে বগুড়া পুলিশ লাইন্স স্কুলের বিপক্ষে খেলবে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আসমত আলী খান ইনস্টিটিউশনের বিপক্ষে খেলবে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

স্কুল ক্রিকেটে সাব্বিরের শিকার ৬ উইকেট

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে শেরপুরে ‌‘সুপার ওভার’ উত্তেজনা

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার নারী আম্পায়ার

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড

৫০ ওভারের স্কুল ক্রিকেটে ৪৫৫ রানের রেকর্ড