শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন স্টয়নিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৫ জুন ২০২২
শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন স্টয়নিস

শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলে শুরু হয়েছে ইনজুরির মিছিল। সেই তালিকায় এবার যুক্ত হলে পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে খেলতে পারবেন ওয়ানডে সিরিজ। এমনকি ইনজুরির কারণে স্পিনার অ্যাশটন অ্যাগারের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

মঙ্গলবার (১৪ জুন) পাল্লেকেলতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন মার্কাস স্টয়নিস ও অ্যাশটন অ্যাগার। ইনজুরির কারণে স্টয়নিসের ছিটকে যাওয়া নিশ্চিত হলেও অ্যাগারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

মার্কাস স্টয়নিসের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ম্যাথু কুহনেমান। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচ খেলতে পারেন এই ক্রিকেটার।

এছাড়াও ডাক পেয়েছেন ব্যাটার ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই হয়তো দীর্ঘদিন পর রঙিন পোশাকে তাকে দেখা যাবে।

স্টয়নিস, অ্যাগারের পাশাপাশি ইনজুরির কারণে দলের বাইরে আছেন অলরাউন্ডার মিচেল মার্শ। কাফ স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন তিনি। এছাড়াও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়া মিচেল স্টার্ককে ছাড়াই প্রথম দুই ওয়ানডে খেলতে হবে অস্ট্রেলিয়াকে।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ জুন) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি

উমরানকে দেখলে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে: ব্রেট লি