বিসিবি একাডেমি কাপে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৯ জুন ২০২২
বিসিবি একাডেমি কাপে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। ফাইনালে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমিকে ১২৪ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি।

বুধবার (২৯ জুন) সকালে রাজধানী ঢাকার সিটি ক্লাব মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯২ রানেই ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। ফলে ১২৪ রানে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সাতক্ষীরা।

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি নির্ধারিত ৫০ ওভারের মধ্যে মাত্র ১৮.৫ ওভার ব্যাট করতে পারে। ব্যাটারদের ব্যর্থতা এবং সাতক্ষীরা ক্রিকেট একাডেমির বোলারদের বোলিংয়ের তোপের মুখে ৯২ রানেই গুটিয়ে যায় তারা। সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পক্ষে ৩.৫ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট উইকেট শিকার করেন আল আমিন হোসেন।

এর আড়ে টস জিতে প্রথমে ব্যাট করা সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ৪৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২১৬ রানের সংগ্রহ গড়ে। দলের পক্ষে অধিনায়ক মো. আমিমুল ইসলাম ৬২ রান (৭৬) এবং শেখ শাহিদুল ইসলাম নোমান ৫০ রান (৪৫) রান করেন। এছাড়া মো. শাহাজান হোসেন সরদার ৪৫ রান (৬২) করেন।

ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমির শেখ শাহিদুল ইসলাম নোমান ও টুর্নামেন্ট সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মো. আমিমুল ইসলাম।

এদিকে, বিসিবি একাডেমি কাপে চ্যাম্পিয়ন হওয়ায় দলীয় কোচ, অধিনায়ক, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন- খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ মনোয়ার হোসেন মনু, সহকারী ক্রিকেট কোচ শেখ রবিউল ইসলাম শিবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু-সহ অন্যান্য ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

‘টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি’ সাকিবের মন্তব্যে ‘একমত’ পাপন

‘টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি’ সাকিবের মন্তব্যে ‘একমত’ পাপন

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

পদ্মা সেতু: বাড়বে বিসিবির দৃষ্টি, গতিশীল হবে দক্ষিণাঞ্চলের ক্রিকেট

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের

ক্রিকেটারদের মিডিয়া থেকে দূরে থাকা পরামর্শ আকরামের

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো

ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে: ডোমিঙ্গো