টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ পিএম, ১৫ জুলাই ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

সর্বশেষ ২০১৬ সালে যেকোনো ফরম্যাটে কোনো বিশ্ব আসরে খেলেছিল জিম্বাবুয়ে। দীর্ঘ ছয় বছর পর আবারও কোনো বিশ্ব আসরে খেলবে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের বাঁধা পেরিয়েছে দলটি। তাদের সঙ্গী হয়েছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস।

জিম্বাবুয়েতে বসেছিল আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের ‘বি’ গ্রুপের বাছাইপর্ব। সেখানে গ্রুপ পর্বের লড়াই শেষে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।

সেমি-ফাইনাল বাঁধা পেরোতে পারলেই বিশ্বকাপ খেলার নিশ্চয়তা মিলবে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল এই চার দল। সেমি-ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল পাপুয়া নিউগিনি। আরেক সেমি-ফাইনালে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ জুলাই) বুলাওয়েতে পাপুয়া নিউগিনির বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে টনি উরার ৬৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে পাপুয়া নিউগিনি। ম্যাচ হেরে তাই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙে দেশটির।

অপর ম্যাচে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে দুই বল বাকি থাকতেই ১৩৮ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। জবাবে ৬ বল আর ৭ উইকেট বাকি রেখেই ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস।

ফাইনালে উঠা দুই দল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস নিশ্চিত করলো বিশ্বকাপ খেলা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘এ’ থেকে বিশ্বকাপ নিশ্চিত করে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়েই শুরু হলো  জিম্বাবুয়ের বিশ্বমঞ্চে ফেরার যাত্রা

রেকর্ড গড়েই শুরু হলো জিম্বাবুয়ের বিশ্বমঞ্চে ফেরার যাত্রা

জিম্বাবুয়ের নতুন হেড কোচ সাবেক অধিনায়ক ডেভ হাটন

জিম্বাবুয়ের নতুন হেড কোচ সাবেক অধিনায়ক ডেভ হাটন

১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো আয়ারল্যান্ড-আরব আমিরাত

অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো আয়ারল্যান্ড-আরব আমিরাত