দক্ষিণ আফ্রিকা বিপক্ষেও টি-টোয়েন্টিতে নেই স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ১৫ জুলাই ২০২২
দক্ষিণ আফ্রিকা বিপক্ষেও টি-টোয়েন্টিতে নেই স্টোকস

নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা চার টেস্ট জয়ে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন অলরাউন্ডার বেন স্টোকস। টেস্ট দলের অধিনায়ককে তাই চাপ মুক্ত রাখতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরই অংশ হিসেবে ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই বেন স্টোকস।

শুক্রবার (১৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পাননি বেন স্টোকস ও জো রুট। তবে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের দলে ফিরেছেন আদিল রশিদ। পবিত্র হজ পালনের জন্য ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে পারেননি তিনি। রশিদ দলে ফেরায় বাদ পড়েছেন ম্যাথু পার্কিনসন। এছাড়াও দারুণ টেস্ট অভিষেকের পর রঙিন পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন ম্যাথু পটস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রয়েছেন তিনি।

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নয়, খেলবেন না দ্য হানড্রেডও। এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলার কথা ছিল তার। দলটিতে স্টোকসের বদলি কে হবে তা এখনো নিশ্চিত হয়নি।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, ব্রেইডন ক্রেজ, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিল উইলি।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

‘কোহলিকে বাদ দিলে বিসিসিআই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে’

টপলির দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

টপলির দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

কোচ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ওয়েইন রুনি

কোচ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ওয়েইন রুনি

বুমরাহ-শামির তোপে ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

বুমরাহ-শামির তোপে ১১০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড