ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবিয়ান নারী তারকা ডিয়েন্ড্রো ডোট্টিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ পিএম, ০১ আগস্ট ২০২২
ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবিয়ান নারী তারকা ডিয়েন্ড্রো ডোট্টিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তারকা ক্রিকেটার ডিয়েন্ড্রো ডোট্টিন। জাতীয় দলের ড্রেসিংরুমে খেলার পরিবেশ না পাওয়ার আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কমনওয়েলথ গেমসে বার্বাডোজ নারী দলের হয়ে খেলছেন ডিয়েন্ড্রো ডোট্টিন। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাট হাতে ২২ বলে ৮ রানের পাশাপাশি বল হাতে এক ওভারে দিয়েছিলেন ২৫ রান।

দুঃস্বপ্নের এই সময় কাটানোর পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ডোট্টিন কমনওয়েলথ গেমসের শেষ ম্যাচে বার্বাডোজকে প্রতিনিধিত্ব করবেন কি-না তা নিয়েও জেগেছে শঙ্কা। কারণ বিষয়টি এখনো কিছু জানাননি তিনি।

চলতি বছরে প্রথমবারের মতো নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (ডাব্লিউসিপিএল) শুরু হওয়ার কথা রয়েছে। ওই টুর্নামেন্টে ত্রিনিবাগো নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন ডোট্টিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসর বার্তায় ডোট্টিন বলেন, “পুরো ক্যারিয়ারে আমাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। কিন্তু বর্তমানে দলের পরিবেশ আমার পারফরম্যান্স বাড়ানোর মতো সহায়ক নয়। এই পরিবেশে আমি আমার সেরা খেলতে পারবো না কারণ এখানে আমার সামর্থ্যকে খাটো করে দেখা হয়েছে।”

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ডিয়ান্ড্রো ডোট্টিন। ক্যারিবিয়ানদের জার্সিতে খেলেছেন ১৪৩ ওয়ানডে ও ১২৪ টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়াও নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিগব্যাশে ব্রিসবেন হিটে খেলবেন পুজা ভাস্ত্রকর

নারী বিগব্যাশে ব্রিসবেন হিটে খেলবেন পুজা ভাস্ত্রকর

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০ নারী ক্রিকেটার

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা

ডিসেম্বরে নিউজিল্যান্ড যাচ্ছেন নিগার সুলতানারা