তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ এএম, ০৬ আগস্ট ২০২২
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

ছবি: ওয়ালটন

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিং-এর ইনজুরিতে পড়েছেন ওপেনার লিটন কুমার দাস। অনাকাঙ্ক্ষিত এ ইনজুরিতে থেকে ফেরার জন্য তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ, জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের বাকি দুই ম্যাচে তাকে আর পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (৫ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে। বলা হয়, ওপেনার লিটন কুমার দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩২তম ওভারে চোট পান লিটন দাস। রান নেওয়ার সময় চোট পেয়ে মাটিয়ে লুটিয়ে পড়া লিটন আর ওঠে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। সে সময় তিনি ৮১ রানে অপরাজিত ছিলেন। এরপর আর তার আর মাঠে নামা সম্ভব হয়নি।

মাঠের বাইরে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয়, যেখানে তার পেশীতে স্ট্রেন ধরা পড়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাথে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, “লিটন দাসের ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের একটি স্ক্যান করেছি এবং রিপোর্টে গ্রেড-টু পেশী স্ট্রেন ধরা পড়েছে।'

আরও পড়ুন> স্ট্রেচারে মাঠ ছাড়লেন লিটন

বিসিবির পাঠানো ভিডিও-তে তিনি আরও বলেন, ‍“এ ধরনের আঘাত থেকে পুনরুদ্ধারের জন্য সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। ফলে জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলো তাকে আমরা আর পাব না এ নিশ্চিত। আগামী কয়েকদিন আমরা তাকে পর্যবেক্ষণ করবো এবং
তাকে পুনর্বাসন পরিকল্পনার মধ্যে রাখা হবে।”

লিটনের আগে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ে পুরো সফর থেকে ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। তবে লিটন ছিটকে যাওয়ার ওয়ানডে ম্যাচে আঘাত পাওয়া মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামকে নিয়ে শঙ্কার কিছু নেই বলে নিশ্চিত করেছেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

৯ বছর পর ‘ওয়ানডে বাংলাদেশ’কে হারালো জিম্বাবুয়ে

৯ বছর পর ‘ওয়ানডে বাংলাদেশ’কে হারালো জিম্বাবুয়ে

মাঠে তাসকিন, ‘প্রার্থনারত’ স্ত্রী নাঈমা রাবেয়া

মাঠে তাসকিন, ‘প্রার্থনারত’ স্ত্রী নাঈমা রাবেয়া

বাংলাদেশের বিপক্ষে কাইয়া-রাজার জোড়া শতক

বাংলাদেশের বিপক্ষে কাইয়া-রাজার জোড়া শতক

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন লিটন-শরিফুল

শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন লিটন-শরিফুল