যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৬ আগস্ট ২০২২
যুদ্ধ বিমানের পাইলট হতে পাকিস্তান ছেড়েছিলেন সিকান্দার রাজা

সাম্প্রতিক সময়ে ব্যাট দাতে দুর্দান্ত ফর্মে আছেন জিম্বাবুয়ের পাকিস্তানি বংশদ্ভুত অলরাউন্ডার সিকান্দার রাজা। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও রাজার ব্যাটিংয়ে হারতে হয়েছে বাংলাদেশকে।

পাকিস্তানের জন্ম ও বেড়ে উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেন জিম্বাবুয়ের হয়ে। তবে কি পাকিস্তানের ক্রিকেটে সুযোগ না পেয়ে জিম্বাবুয়ে উড়াল দিয়েছিলেন রাজা! এরকম প্রশ্ন কমবেশি সবার মনে ঘোরাফেরা করে।

তবে রাজা জানালেন, ক্রিকেটার নয়, যুদ্ধ বিমানের পাইলট হতেই পাকিস্তান ছেড়েছিলেন। এমনকি রাজা নাকি কখনোই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলার কথাও ভাবেননি। 

রাজা বলেন, “আমি পাকিস্তানে থাকাকালীন এটা (পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলা) কখনোই ভাবিনি। আমি আগেও বলেছি আমি ক্রিকেটার হওয়ার জন্য পাকিস্তান ছাড়িনি, বরং আমার উদ্দেশ্য ছিল যুদ্ধ বিমানের পাইলট হওয়া যেটা পারিনি।”

৯ বছর পর ‘ওয়ানডে বাংলাদেশ’কে হারালো জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের যাওয়ার পরও ক্রিকেট নিয়ে খুব বেশি পরিকল্পনা ছিল না রাজার। মাস্টার্স করার পরিকল্পনার সময়েই জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পান।  তারপর থেকেই মূলত ক্রিকেটে তারা যাত্রা শুরু হয় বলে জানান।

“আমি যখন সফটওয়্যার ইঞ্জিনায়রিং পড়ছিলাম তখন আমার পরিবার জিম্বাবুয়েতে চলে যায়। আমি সেখানে মাস্টার্স্ট করার পরিকল্পনা করছিলাম, ঠিক তখনই জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাই এবং এরপর থেকেই যাত্রা শুরু হয়” যোগ করেন রাজা। 

sportsmail24

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন রাজা। তিন  ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হাফ সেঞ্চুরি করেছেন। ২০ ওভারের খেলার ফর্ম দেখা গেলো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও।

দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশের দেওয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়েকে জিতিয়েছেন তিনি। 

sportsmail24

এখন পর্যন্ত জিম্বাবুয়ের জার্সিতে ১১৫ ওয়ানডে খেলেছেন রাজা। যেখানে চার সেঞ্চুরিতে তার সংগ্রহ ৩৩৬৬ রান। একদিনের ক্রিকেটে ৬৪টি উইকেটও রয়েছে তার।

এছাড়া জিম্বাবুয়ের হয়ে ৫৮টি ম্যাচে খেলে ১০৪০ রান করেছেন রাজা। যেখানে তার উইকেট সংখ্যা ২৮। সাদা পোষাকে ১৭টি টেস্টে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছেন রাজা। যেখানে ১১৮৭ রানের সঙ্গে রাজার সংগ্রহে রয়েছে ৩৪টি উইকেট।   

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

‘এই ধরাটা একদিন না একদিন খেতেই হতো’

দল বিপর্যয়ে, জিম্বাবুয়ে উড়াল দিচ্ছেন ইবাদত ও নাঈম শেখ

দল বিপর্যয়ে, জিম্বাবুয়ে উড়াল দিচ্ছেন ইবাদত ও নাঈম শেখ

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লিটন দাস

বাংলাদেশের টেস্ট নিয়ে পিটারসেনের 'ভয়ঙ্কর' বার্তা

বাংলাদেশের টেস্ট নিয়ে পিটারসেনের 'ভয়ঙ্কর' বার্তা