দক্ষিণ আফ্রিকার লিগে লক্ষ্মৌ দলে ডি কক-মায়ার্সসহ পাঁচ তারকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১২ আগস্ট ২০২২
দক্ষিণ আফ্রিকার লিগে লক্ষ্মৌ দলে ডি কক-মায়ার্সসহ পাঁচ তারকা

দক্ষিণ আফ্রিকার লিগের ছয় ফ্রাঞ্চাইজি সামনে সুযোগ আছে নিলামের আগেই পাঁচ ক্রিকেটারকে দলে ভেড়ানোর। সেই সুযোগ কাজে লাগিয়ে একদিন আগেই মুম্বাইয়ের ফ্রাঞ্চাইজি দলে ভিড়িয়েছে পাঁচ ক্রিকেটার। এবার সেই পথে হেঁটেছে লক্ষ্মৌ ফ্রাঞ্চাইজিও। তারা দলে ভিড়িয়েছে কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, রিস টপলি ও প্রেনেলান সুবরায়েনকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ছয় ফ্রাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকার এই লিগে দল কিনেছে। এর মধ্যে ডারবান ফ্রাঞ্চাইজির মালিকানা পেয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস। দল পেয়েই নেমে পড়েছে দল গোছাতে।

এরই অংশ হিসেবে নিলামের আগেই নিজেদের পছন্দমত পাঁচ ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। তারা হলেন- কুইন্টন ডি কক, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, রিস টপলি ও প্রেনেলান সুবরায়েন। শুক্রবার (১২ আগস্ট) তাদেরকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে।

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে দলগুলো নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। এর মধ্যে তিনজন বিদেশি ও দুইজন প্রোটিয়া ক্রিকেটারকে রাখতে পারবে। তবে প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে একজনকে অবশ্যই হতে হবে অনিভিষিক্ত। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে ডারবান ভিত্তিক ফ্রাঞ্চাইজিটি।

এই পাঁচ ক্রিকেটারকে দলে ভিড়িয়ে ফ্রাঞ্চাইজিটির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “এটা নতুন শুরু। আশা করি, দল দারুণ করবে। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে আমি আশাবাদী। আমরা তাদেরকে সময় দিতে চাই।”

দলে ভেড়ানোর পাঁচ ক্রিকেটারের তিনজনই আইপিএলে লক্ষ্মৌয়ের খেলেছেন। শুধুমাত্র রিস টপলি ও প্রেনেলান সুবরায়েন তাদের সাথে যুক্ত হয়েছেন। নিলাম থেকে এখন ১৩জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত আম্পায়ার কোয়েরজেন

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত আম্পায়ার কোয়েরজেন

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের

সফট সিগন্যালের নিয়ম উঠিয়ে দেওয়া আহ্বান স্টোকসের

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!

দক্ষিণ আফ্রিকায় ফ্রাঞ্চাইজি লিগের ৬ দলের মালিকানায় ভারতীয়রা!