বাংলাদেশে কাজ করতে মুখিয়ে আছেন শ্রীরাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৯ আগস্ট ২০২২
বাংলাদেশে কাজ করতে মুখিয়ে আছেন শ্রীরাম

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হয়েছে। সেখানেই শ্রীধরন জানিয়েছেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করতে মুখিয়ে আছেন তিনি।

এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীধরন শ্রীরাম। স্থায়ীভাবে নিয়োগ পেলেও বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কাজ করতে মুখিয়ে আছেন বলেও জানান তিনি।

শ্রীরাম বলেন, “ক্রিকেটীয় দিক দিয়ে ২৫ বছর, শীর্ষ পর্যায়ে ৯ বছরের কোচিং অভিজ্ঞতা আমার। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।”

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও দিল্লি ডেয়ারডেভিলসের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। মূলত আইপিএলে ব্যাঙ্গালুরুর সাথে কাজ করার উদ্দেশেই ছেড়েছেন অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব।

এর মধ্যে বাংলাদেশ দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীধরন। তিনি বলেন, “আমার বিশ্বাস, বাংলাদেশে সাদা বলে অপার সম্ভাবনা আছে। এই মেধাবী ক্রিকেটারদের সঙ্গে দুটি বড় ইভেন্টে সম্পৃক্ত হওয়ার কথা ভাবলেই রোমাঞ্চিত বোধ করছি।”

বাংলাদেশ দলে ফরম্যাট ভিত্তিক বিশেষজ্ঞ কাউকে নিয়োগ দেওয়ার বিষয়টি এই প্রথম। তাই শ্রীধরন কি রকম কাজ করেন সেটাই দেখার বিষয়।

কোচিং ক্যারিয়ারের বেশ সফল শ্রীধরন আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সফল না হলেও ঘরোয়া পারফর্মেন্স বেশ দারুণ। ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছিলেন তামিলনাডু রাজ্য দলের।

জাতীয় দলের হয়ে ৮ ওয়ানডে খেলা শ্রীধরন শ্রীরাম ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ১৩৩ প্রথম শ্রেণি, ১৪৭ লিস্ট ‘এ’ ও ১৫ টি-টোয়েন্টি ম্যাচ। এই সময়ে ব্যাট হাতে ১৩ হাজার ৯৪১ রানের পাশাপাশি শিকার করেছেন ২০৪ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পজিশন ভিত্তিক ব্যাটার তৈরিতে এক বছর সময় চেয়েছেন সিডন্স

পজিশন ভিত্তিক ব্যাটার তৈরিতে এক বছর সময় চেয়েছেন সিডন্স

কোচ নয়, টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম

কোচ নয়, টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম

সিডন্সই বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ!

সিডন্সই বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ!

এশিয়া কাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ফরম্যাট

এশিয়া কাপে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ ফরম্যাট