সবার শেষে দল দিয়েও চিন্তিত শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২২ আগস্ট ২০২২
সবার শেষে দল দিয়েও চিন্তিত শ্রীলঙ্কা

‘স্বাগতিক’ দেশ হিসেবে সবার শেষে এশিয়া কাপের স্কোয়াডে ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। এরপরেও শ্রীলঙ্কা শিবিরে নেই স্বস্তির ছোঁয়া। বোলিং আক্রমণের অন্যতম ভরসা দুশমন্থ চামিরাকে ছাড়াই দলটিকে মাঠে নামতে হবে। স্কোয়াড থেকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শনিবার (২০ আগস্ট) শ্রীলঙ্কার ঘোষিত দলে ছিলেন দুশমন্থ চামিরা। তাকে কেন্দ্র করে সাজানো হয়েছিল শ্রীলঙ্কার পেস বোলিং ইউনিট। চামিরা ছিটকে যাওয়ায় লঙ্কান পেস বোলিং ইউনিট হয়ে পড়েছে অভিজ্ঞতাশূন্য।

স্কোয়াডে থাকা অন্য পেসাররা কেউই খেলেননি কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও মাথিসা পাথিরানার পাশাপাশি চামিরার বদলি প্রমোদ মাদুশানেও খেলেননি কোনো টি-টোয়েন্টি ম্যাচ। মূল চার পেসারের অনভিজ্ঞতায় এশিয়া কাপে লঙ্কান পেস আক্রমণের মূল ভরসা হবেন চামিকা করুণারত্নে ও অধিনায়ক দাসুন শানাকা।

এসএলসি জানিয়েছে, স্কোয়াড ঘোষণার আগে ঘরোয়া লিগে কাফ মাসলের ইনজুরিতে পড়েন এই পেসার। নির্ধারিত সময়ের মধ্যে সুস্থ না হওয়ার পাশাপাশি চামিরার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইনজুরির ধরন এখনো শনাক্ত না হওয়া। তবুও লঙ্কান বোর্ডের আশা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন এই পেসার।

লঙ্কানদের জার্সিতে এখন পর্যন্ত ১২ টেস্ট, ৪২ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চামিরা। তিন ফরম্যাটে ৩০ বছর বয়সী এই পেসারের মোট শিকার ১২৪ উইকেট।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ভরসা স্পিনাররা। স্পিন বোলিংয়ে লঙ্কান অধিনায়ককে ভরসা করতে হবে ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবীণ জয়াবিক্রমা, মহেশ থিকসানা ও জেফরি ভ্যান্ডারসের উপর। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ২৭ আগস্ট আফগানিস্তানের মোকাবিলা করবে ‘স্বাগতিক’ লঙ্কানরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বীতার তীব্র ঝাঁজ!

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বীতার তীব্র ঝাঁজ!

অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা সফরে প্রাপ্ত অর্থ পুরস্কার লঙ্কান শিশুদের দিলো অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা সফরে প্রাপ্ত অর্থ পুরস্কার লঙ্কান শিশুদের দিলো অস্ট্রেলিয়া

আইসিসির জুলাই সেরা প্রভাত জয়াসুরিয়া

আইসিসির জুলাই সেরা প্রভাত জয়াসুরিয়া