এশিয়া কাপে ভারতীয় দলের কম্বিনেশন কাজ করছে না: পূজারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
এশিয়া কাপে ভারতীয় দলের কম্বিনেশন কাজ করছে না: পূজারা

এশিয়া কাপে পাকিস্তান ও হংকংকে হারিয়ে সহজেই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল ভারত। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছে দলটি। তার আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাদেজাকেও হারিয়েছে তারা।

ফলে শুরুর সেই ছন্দ কিছুটা হলেও হারিয়েছে ভারত। এশিয়া কাপে ভারত যে কম্বিনেশন নিয়ে খেলছে সেট কাজে লাগছে না বলে দাবি দেশটির টেস্ট দলের নিয়মিত সদস্য চেতেশ্বর পূজারার।

জাদেজার বদলি হিসেবে দলে আসা স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। যদিও এটাও বলেছেন হার্দিকও দারুণ বোলিং করছে।

পূজারা বলেন, “আমি আগের কথায় অটল থাকব। আমার মনে হয় অক্ষরের দলে জায়গা পাওয়া উচিত। আমার মনে হচ্ছে দলে পরিবর্তন জরুরী। আমাদের এই কম্বিনেশন কাজে লাগছে না। হার্দিক দারুণ বোলিং করছে ঠিকই।”

ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

তার মতে হার্দিককে নিয়মিত চার ওভার বোলিং করানো উচিত নয়। তার চেয়ে যদি আবেশ খান ফিট থাকে তাহলে তাকেও একাদশে নেওয়া যেতে পারে বলে মত পূজারার।

বলেন, “তবে আপনি চাইবেন না সে সবসময় চার ওভার করে বোলিং করুক। আভেষ খান যদি ফিট হয়ে থাকে, তাহলে তারও একাদশে ফিরে আসা উচিত।” 

চলতি এশিয়া কাপের সুপার ফোরে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দলটির। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হবে রোহিত শর্মার দলের। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

খারাপ সময়ে কোহলির পাশে একজনই ছিলেন, সে হলেন ধোনি

খারাপ সময়ে কোহলির পাশে একজনই ছিলেন, সে হলেন ধোনি

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে কোহলির রেকর্ড

হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

হার্দিকের মতো অলরাউন্ডার খোঁজার তাগিদ আকিব জাভেদের

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়

অফ স্পিনারদের প্রসঙ্গে বাংলাদেশের মেহেদীকে টানলেন দ্রাবিড়