মাঠের খেলায় ফিরছেন মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২২
মাঠের খেলায় ফিরছেন মুশফিক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড থেকে মাঠের খেলায় ফিরছেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার মুশফিকুর রহিম। পারিবারিক কারণে এনসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মুশফিক ছাড়াও এনসিএলে খেলবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

কয়েকদিন বিশ্রামের পর শৈশবকালের মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের অধীনে ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজ শুরু করবেন তামিম।
গত শুক্রবার তার বিভাগীয় দল রাজশাহীতে যোগ দেন মুশফিক। গত দু’দিন দলের সাথে অনুশীলনও করেন তিনি।

মুশফিকের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর কোচ গোলাম মোর্তাজা। তিনি বলেন, ‘আমরা পরের রাউন্ডে মুশফিকুর রহিমকে পাব। দু’দিন ধরে অনুশীলন করছেন তিনি। সব ঠিকঠাক চলছে। তাকে ফিট দেখাচ্ছে এবং খুব ভালো অনুশীলন করেছেন।’

এনসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে ড্র করে রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রাজশাহী। আর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে খেলবে চট্রগ্রাম বিভাগ।

এদিকে, প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের হয়ে খেলেছেন তামিম। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। দুই ইনিংসে ৩১ ও ২০ রান করেন তামিম। এনসিএলে তার শেষ ম্যাচে রান পান কি-না সেটাই এখন দেখার বিষয়।

এছাড়া দ্বিতীয় রাউন্ড দিয়েই মাঠে ফিরছেন ভারত সফরের জন্য নির্বাচিত বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। তামিলনাড়ুতে খেলার কথা ছিল মোহাম্মদ মিঠুন, মমিনুল হক, সাইফ হাসানের। তবে ভিসা জটিলতার কারণে সফর স্থগিত করা হয়েছে। ফলে নিজ-নিজ বিভাগের হয়ে এনসিএল খেলবেন তারা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির ‘প্রস্তাব’ ফিরিয়ে দিয়েছেন তিন পাণ্ডব

বিসিবির ‘প্রস্তাব’ ফিরিয়ে দিয়েছেন তিন পাণ্ডব

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

মুশফিকের অবসরে ‌‘আবেগাপ্লুত’ সতীর্থরা

টি-টোয়েন্টিতে ‘ছন্দহীন’ মুশফিকের আদ্যোপান্ত

টি-টোয়েন্টিতে ‘ছন্দহীন’ মুশফিকের আদ্যোপান্ত