পাল্টে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২
পাল্টে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের সূচি

দীর্ঘ ২০ বছর পর পাাকস্তানের মাটিয়ে টেস্ট খেলছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ালেও পাল্টে গেছে সিরিজের দ্বিতীয় টেস্ট ও ওয়ানডে সিরিজের সূচি। আবহাওয়া জনিত কারণে পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ও ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) থেকে করাচিতে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৩ জানুয়ারি মুলতানে শুরুর কথা ছিল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে দ্বিতীয় টেস্টটি এখন করাচি অনুষ্ঠিত হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী টেস্টটি শুরু হবে ২ জানুয়ারি।

জানুয়ারির শুরুর দিকে মুলতানে প্রচুর কুয়াশা ও বাতাসে প্রচুর ধুলি থাকায় সমস্যা ঘটে। এমনকি বাজে আবহাওয়ার কারণে মুলতানে ফ্লাইট অপারেশন্সেও সমস্যা হবে। আবহাওয়া এতটাই খারাপ হয়ে পড়ে যে, ম্যাচ আয়োজনও অসম্ভব হয়ে উঠে। এসব কথা চিন্তা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সাথে আলোচনার পর সূচিতে পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি জানিয়েছে, আবহাওয়ার কারণে দ্বিতীয় টেস্টের ভেন্যু মূলতানের পরিবর্তে করাচিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। ওয়ানডে সিরিজের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

পূর্ব নির্ধারিত ১০, ১২ ও ১৪ জানুয়ারির পরিবর্তে ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৯, ১১ ও ১৩ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে করাচিকে । অর্থাৎ এবারের সফরে সবগুলো ম্যাচই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে খেলবে নিউজিল্যান্ড। টেস্ট ও ওয়ানডে সিরিজ চ্যাম্পিয়নশিপ ও সুপার লিগের অংশ।

পাকিস্তান-নিউজিল্যান্ডের নতুন সূচি
২৬-৩০ ডিসেম্বর : প্রথম টেস্ট, করাচি
২-৬ জানুয়ারি : দ্বিতীয় টেস্ট, করাচি

৯ জানুয়ারি : প্রথম ওয়ানডে, করাচি
১১ জানুয়ারি : দ্বিতীয় ওয়ানডে, করাচি
১৩ জানুয়ারি : তৃতীয় ওয়ানডে, করাচি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০ বছর পর পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড

২০ বছর পর পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি

ইংল্যান্ডের কাছে নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

ইংল্যান্ডের কাছে নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজহার আলী

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন আজহার আলী