বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৩
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত

প্রথমবারের মতো আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের সুপার সিক্সে গ্রুপ-১-এর নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার সিক্সে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

নিয়মনুযায়ী, চারটি গ্রুপের সেরা তিনটি দল দু’টি গ্রুপে সুপার সিক্স পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘এ’ থেকে সেরা তিন দল ও গ্রুপ ‘ডি’র সেরা তিন দল নিয়ে হবে সুপার সিক্সে গ্রুপ-১এর লড়াই। আবার গ্রুপ ‘বি’ থেকে সেরা তিন দল ও গ্রুপ ‘সি’র সেরা তিন দল নিয়ে সুপার সিক্সে গ্রুপ-২। সুপার সিক্সের দু’টি করে ম্যাচ খেলবে প্রত্যক দল।

গ্রুপ পর্বে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে পরের রাউন্ডের টিকিট পাওয়া অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় ভারত। ওই গ্রুপ থেকে পরের রাউন্ডে খেলা যোগ্যতা অর্জন করে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।

সুপার সিক্সে গ্রুপ-১এ বাংলাদেশের সাথে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। সুপার সিক্সে গ্রুপ-১এ শনিবার (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৫ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে, পরের ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে এবং তৃতীয় ও শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

সুপার সিক্স গ্রুপ-২এ আছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমি-ফাইনাল। এরপর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে বাংলাদেশ মেয়েদের হ্যাটট্রিক জয়

বিশ্বকাপে বাংলাদেশ মেয়েদের হ্যাটট্রিক জয়

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

আরও ভালো কিছু চিন্তা করছে বাংলাদেশ মেয়েরা

এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

এইচপি ও বাংলাদেশ টাইগারস নিয়ে কাজ করবেন ডেভিড মুর

কোহলি চতুর্থ সিরাজ তৃতীয়, অলরাউন্ডার শীর্ষে সাকিব

কোহলি চতুর্থ সিরাজ তৃতীয়, অলরাউন্ডার শীর্ষে সাকিব