আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে ভিক্টর নিয়াচিকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে ভিক্টর নিয়াচিকে জরিমানা

আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে জরিমানার কবলে পড়েছেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ভিক্টর নিয়াচি। ম্যাচে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নিয়াচিকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

শনিবার (২১ জানুয়ারি) হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৬ রানে হেরে যায় জিম্বাবুয়ে। ওই ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে আয়ার‌ল্যান্ড। ম্যাচ বল থ্রো করে আইসিসির কোড অব কন্ডাক্টের লেবেল ওয়ান লঙ্ঘন করে নিয়াচি।

আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়, ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ড ব্যাটিং করার সময়, ৩৫তম ওভারে। নিয়াচি ফিল্ডিং করার সময় বল মাঠে খেলোয়দের সাহায্যকারী হ্যারি টেক্টরের দিকে তা ছুড়ে দেন, যা তাকে আঘাত করে। যদিও ওই সময় ব্যাটার ক্রিজের মধ্যে ছিলেন এবং কোন রান নেওয়ার চেষ্টাও করেনি।

নিয়াচির ওই আচরণ আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছে, যা একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক। ওই অপরাধে নিয়াচির ম্যাট ফি’র ১৫ শতাংশ জরিমানা করা ছাড়াও দার নামের পাশে একটি ডিমোরেড পয়েন্টও যোগ করা হয়েছে।

নিয়াচির বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন ম্যাচ রেফারি। নিয়াচি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে আর শুনানির করার প্রয়োজন হয়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে

বাংলাদেশ-ভারত মাতিয়ে আইসিসির মাস সেরা তালিকায় রাজা

বাংলাদেশ-ভারত মাতিয়ে আইসিসির মাস সেরা তালিকায় রাজা

প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে রাজার ইতিহাস

প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে রাজার ইতিহাস