হাথুরুর সহকারী হিসেবে স্থানীয় কোচ খুঁজছে বিসিবি

বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
হাথুরুর সহকারী হিসেবে স্থানীয় কোচ খুঁজছে বিসিবি

রাসেল ডোমিঙ্গো চলে যাওয়ার পর সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম আগমনে চুক্তির মেয়াদ শেষ না করে চলে গেলেও হাথুরুকে টাইগারদের প্রধান কোচ বানানোকে বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিতে দেখছেন। তবে হাথুরুকে এবার একা ছাড়তে চাচ্ছে না বিসিবি। তার সাথে স্থানীয় কোন কোচকে যুক্ত করতে চাচ্ছে বোর্ড।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ করতে না চাওয়া ওই কর্মকর্তা জানান, বিসিবি হাথরুসিংহের সাথে স্থানীয় কোন কোচকে দিতে চাচ্ছে। তবে বিষয়টি হাথুরু ঢাকা আসার পর তার সাথে আলোচনা করে ঠিক করা হবে।

তিনি বলেন, “আমরা এই পদের (সহকারী কোচ) জন্য স্থানীয় কাউকে ভাবছি। দেখা যাক, হাথুরুসিংহে যোগদানের পর আমরা এটা ঠিক করবো। কারণ, এ ব্যাপারে আমাদের তার (হাথুরুসিংহে) সম্মতি লাগবে।”

বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকায় হাথুরুর সহকারী হিসেবে এখনো কারো না চূড়ান্ত করা হয়নি বলেও ওই কর্মকর্তা জানান। তবে ক্রিকেট মহলে একটি জল্পনা রয়েছে যে, টাইগারদের ক্রিকেট প্রশাসন দেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে এ পদের জন্য অনেকটা এগিয়ে রাখা হচ্ছে।

গত সপ্তাহে হাথুরুসিংহের সাথে আগামী দুই বছরের জন্য চুক্তি হয়েছে বলে জানায় বিসিবি। জানানো হয়, হাথুরুর সঙ্গে নতুন এ চুক্তি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

৫৪ বছর বয়সী বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক কোচ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১ মার্চ থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে ২০ ফেব্রুয়ারি ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন হাথুরুসিংহে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নাটকের অবসান, হাথুরুসিংহেই টাইগারদের কোচ

নাটকের অবসান, হাথুরুসিংহেই টাইগারদের কোচ

হাথুরুসিংহের হাতে নিশ্চই জাদুর কাঠি আছে -সালাউদ্দিন

হাথুরুসিংহের হাতে নিশ্চই জাদুর কাঠি আছে -সালাউদ্দিন

ভারত বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডকে রেখে দিলো বিসিবি

ভারত বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডকে রেখে দিলো বিসিবি

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে সামর্থ্য দেখাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা