বিপিএল দিয়েই ২০২৪ বিশ্বকাপের প্রস্তুতি শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএল দিয়েই ২০২৪ বিশ্বকাপের প্রস্তুতি শুরু

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে তরুন ক্রিকেটারদের উপর নজর রাখছেন নির্বাচকরা। এই আসর দিয়েই ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাাংলাদেশ। পরের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, এখান থেকে খেলোয়াড়দের পুল সংখ্যা আরও বাড়ানো যাবে।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক বলেন, ''আমাদের পরের বিশ্বকাপ ২০২৪ সালে। ওই বিশ্বকাপকে সামনে রেখে আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করছি। এখান থেকে খেলোয়াড়দের সংখ্যা আরও বাড়ানো যাবে। আশা করি ভালো কিছুর লক্ষ্য নিয়েই আমরা সামনে এগোতে পারবো।'

প্রতি আসরের মতো এবারও নির্বাচকরা তরুন ক্রিকেটারদের উপর নজর রেখেছেন। বেশ কিছু তরুন ভালো পারফর্মও করেছেন। এরমধ্যে তৌহিদ হৃদয়, জাকের আলী, জাকির হাসান, মুকিদুল হাসানসহ আরও বেশ কয়েকজন। তাদের পরফরম্যান্স দিয়ে নজর কেড়েছে নির্বাচকদের।

বিপিএল নিয়ে প্রধান নির্বাচক বলেন, ''বিপিএল বড় একটি মঞ্চ, এখানে বড় সব ক্রিকেটারদের সঙ্গে মেশার সুযোগ থাকে। ড্রেসিংরুম শেয়ার করলে অনেক বিষয়ে জানতে পারে ছেলেরা। এটা শেখার জন্য ভালো আসর। খেলোয়াড়দের জন্য মাইলফলক। সব মিলে বিপিএল ক্রিকেটারদের জন্য ভালো একটা টুর্নামেন্ট।"

বিপিএলের পরই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুর ও চট্টগ্রামে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দু'দল। বিপিএলে শেষে এই দুই ফরম্যাটের দলও ঘোষণা করবেন নির্বাচকরা।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন উচ্চতায় সাকিব, মালিকের ৫০০

নতুন উচ্চতায় সাকিব, মালিকের ৫০০

বিপিএলে খেলেই কি ইফতেখারের ছয় ছক্কা!

বিপিএলে খেলেই কি ইফতেখারের ছয় ছক্কা!

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান

বিশ্বকাপের প্রথম প্রস্তুতিতে জ্যোতিদের প্রতিপক্ষ পাকিস্তান