মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
মারুফার বোলিংয়ে আশা জাগিয়েও হারলো বাংলাদেশের মেয়েরা

প্রথমে ব্যাট করে পুঁজিটা বেশ বড় করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে বল হাতে দুর্দান্ত খেলেছেন মারুফা আক্তার। তার বোলিং তোপে জয়ের আশা জাগলেও শ্রীলঙ্কার দুই ব্যাটারের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ফলে হার দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করলো বাংলাদেশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের নিউল্যান্ডসে টসে জিতে প্রথমে ব্যাটিয়ে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে বেশ সুবিধা করতে পারেননি টাইগ্রেসরা। ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে আটকে যায়। জবাবে শ্রীলঙ্কা ১০ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ব্যাট করতে নেমে মোট চার জন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছেন। তারা হলেন- ওপেনার শামীমা সুলতানা ২০, সুভহানা মোস্তারি ২৯, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২৮ এবং লতা মন্ডল ১১ রান করেন। আর বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটের মধ্যে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলার মারুফা আক্তারের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। চতুর্থ ওভারে তৃতীয় বলে প্রথম শিকার করেন মারুফা। ওই ওভারে আর কোন উইকেট না পেলেও ষষ্ঠ ওভারে এসে প্রথম বলিই তুলে নেন দ্বিতীয় উইকেট।

ওভারের প্রথম বলের পর দ্বিতীয় বলে আবারও উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান মারুফা। তবে সেটি আর সম্ভব হয়। শুরুর দিকে মারুফার কাছে তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।

নিলাকশি ডি সিলভাকে নিয়ে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ওপেনার হারশিতা সামারাবিক্রমা। তাদের এ জুটির কাছেই হেরে যায় বাংলাদেশ। হারশিতা সামারাবিক্রমা ৬৯ রানে এবং নিলাকশি ডি সিলভা ৪১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট শিকার করেন মারুফা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

মেয়েদের বিশ্বকাপে অনন্য এক ইতিহাস গড়ছে আইসিসি

মেয়েদের বিশ্বকাপে অনন্য এক ইতিহাস গড়ছে আইসিসি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে  বাংলাদেশ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ